Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যারিসন ফোর্ড যখন জেনিফার লরেন্সকে চিনতে পারেননি

প্রকাশের সময় : ১৭ মে, ২০১৬, ১২:০০ এএম

জেনিফার লরেন্স এখন হলিউডের সবচেয়ে পরিচিত একজন তারকা হতে পারেন কিন্তু এমন একটা সময় এসেছিল যখন বর্ষীয়ান অভিনেতা হ্যারিসন ফোর্ড তাকে একবারেই চিনতে পারেননি।
লরেন্স স্মৃতি চারণ করতে গিয়ে জানান, সে সময় তিনি ব্রিটিশ কৌতুক শিল্পী জ্যাক হোয়াইটহলের সঙ্গে ছিলেন। তিনি একসময় নাচতে নাচতে হ্যারিসন ফোর্ড আর ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ পরিচালক জে জে অ্যাব্রামসের কাছে ঘেঁষবার চেষ্টা করেন।
‘দ্য গ্র্যাহাম নর্টন শো’তে তিনি বলেন, “সম্ভব আমি নিজেকে এর আগে আরও অপমানজনক অবস্থায় নিয়ে গিয়েছি। আমি কখনও অনুমান করিনি যে কেই আমাকে চেনে, তবে আমি যখর হ্যারিসন ফোর্ড আর জে জে অ্যাব্রামসকে দেখলাম ভেবেছিলাম তেমন কিছু হবে না কারণ আমরা তো সহযাত্রী শিল্পী।”
তিনি জানান এরপর তিনি তাদের দিকে এগিয়ে যান আর ‘বোকার মত নাচতে’ শুরু করেন।
“আমি বুঝতে পারলাম তারা জানতোই না আমি কে, তাই আমি হেঁটে আবার জ্যাকের কাছে ফিরে যাই আর চরম বিব্রতকর অবস্থায় পড়ি,” ‘হাঙ্গার গেইমস’ তারকাটি বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যারিসন ফোর্ড যখন জেনিফার লরেন্সকে চিনতে পারেননি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ