বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি ফ্ল্যাট থেকে তোষকে মোড়ানো অজ্ঞাতপরিচয় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে লাশ উদ্ধার করা হয়।
বাড়ির মালিক চান মিয়া জানান, প্রায় এক মাস আগে তার বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট সামিরা ও আব্দুর মজিদ নামে এক দম্পতি ভাড়া নেন। গত চার থেকে পাঁচ দিন ধরে তাদের ফ্ল্যাটের দরজা তালাবদ্ধ ছিল। ওই ফ্ল্যাটের ভেতর থেকে দুর্গন্ধ বের হওয়ায় সন্দেহ হলে সোমবার বিকেলে মই দিয়ে ওই ফ্ল্যাটের বারান্দায় উঠে তোষকে মোড়ানো লাশ সদৃশ্য বস্তু দেখা যায়। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তোষকে মোড়ানো ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।