বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনার পাথরঘাটায় এক সন্তানের জননীকে রাতে ঘরে ঢুকে হাত-পাঁ বেধে ধর্ষণ, স্বর্ণালঙ্কার লুট ও কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তর বাবা ইউপি সদস্য সোহরাব হোসেন। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় পাথরঘাটা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও জানান ওই নারীর ভাই মামুন।
মামুন জানান, গত শুক্রবার দিবাগত রাত অনুমানিক ২টার দিকে তার বোনের বাড়ির পাশের ইউপি সদস্য সোহরাব হোসেনের ছেলে আরিফ ৪/৫ সহযোগীকে নিয়ে বাসায় সিঁধ কেটে ঢুকে প্রথমে তার বোনকে বেধে ধর্ষণ করে। পরে আলমারি খুলে স্বর্ণালঙ্কার ও কাগজপত্র নিয়ে চলে যায়। পরে তার বোন তাকে ফোন দিলে পুলিশকে খবর দেয়া হয়। তিনি আরো জানান, দীর্ঘ দিন ধরেই ইউপি সদস্য সোহরাবের সাথে একটি মামলা চলছিল। পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. খালিদ মাহমুদ আরিফ জানান, প্রাথমিকভাবে আমরা ধর্ষণের আলামত পাইনি। তবে তার গলায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মেডিকেল টেস্টের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্ত আরিফের বাবা ইউপি সদস্য সোহরাব হোসেন মুঠোফোনে জানান, আমার সাথে ওই লোকের টাকা নিয়ে কোর্টে মামলা আছে। সেই শত্রু তার জের ধরে আমাকে ঘায়েল করার জন্য এই ষড়যন্ত্র করছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা। পাথরঘাটা থানার ওসি (তদন্ত) মো. সাইদ আহমেদ জানান, আমাদের কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। তবে খবর পেয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরে সেখান থেকে একটি সার্টিফিকেট দেয়া হয়েছে। সেখান থেকেও আবার বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের সার্টিফিকেট পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।