বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণপাড়া উপজেলা সংবাদদাতা : বাবার কাছ থেকে যৌতুক না নেয়ায় সুমি আক্তার (১৮) নামের এক সন্তানের জননী ঢাকার হাজারীভাগ এলাকার একটি ভাড়া বাসায় গত ১৮ এপ্রিল মধ্যরাতে ঘাতক স্বামী শ^াসরুদ্ধ করে হত্যা করেছে বলে অভিযোগ করে নিহত সুমির স্বজনরা, শোকের মাতন গ্রামের বাড়ীতে।
জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নের পশ্চিম পোমকাড়া গ্রামের আবু তাহের এর মেয়ে মোসাঃ সুমি আক্তার (১৮) কে গত ৩ বছর পূর্বে একই উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের মধ্যপাড়ার চেরাগ আলী ব্যপারী বাড়ীর সিরাজুল ইসলামের ছেলে সফিউল্লাহ এর নিকট মেয়ের সুখের কথা চিন্তা করে ৮০ হাজার টাকা যৌতুকের বিনিময়ে বিবাহ হয়। এ ব্যাপারে সুমির বাবা জানায়, বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তান সাইম (২বছর) জন্মগ্রহন করে। বিয়ের বছর খানেক পর থেকে সুমি তার স্বামীর সাথে ঢাকার হাজারী ভাগের মধু বাজারের একটি ভাড়া বাসায় থাকত। মেয়ে ও তার সন্তানের সুখের কথা ভেবে বিভিন্ন সময়ে দশ হাজার, বিশ হাজার টাকা করে দিয়েছি। সুমির স্বামীর বড় ভাই মধ্যরাতে মোবাইল ফোনে জানায় সুমি গুরুত্বর অসুস্থ তাকে হাসপালে নিয়ে যাওয়া হয়েছে। পরদিন ১৯ এপ্রিল সকালে আমরা খোঁজ-খবর নিয়ে দেখি আমার মেয়েকে তার স্বামী সফিউল্লাহ মেরে ফেলেছে এবং তার স্বামী হাজারী ভাগ থানায় আটক আছে। গ্রাম থেকে সুমির বড় ভাই কাউসার ও চাচা কামাল হোসেন ঢাকা মেডিকেল থেকে ময়না তদন্ত শেষে সুমির লাশ গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয়। পরে গতকাল সকালে নিহতের নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।