Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুর সাথে এ কেমন নিষ্ঠুরতা!

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ৯:১৫ পিএম

চলন্ত টেক্সি থেকে কাপড় মোড়ানো শিশুটিকে ছুঁড়ে ফেলা হলো কবরস্থানে। মুমূর্ষ অবস্থায় আট মাস বয়সী এ নিষ্পাপ শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সোমবার নগরীর খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউটের অদূরে এমন নিষ্ঠুর ঘটনাটি ঘটে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পাষণ্ড এ কাণ্ড করেছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ ধরে অটোরিকশাটি শনাক্ত করার চেষ্টা চলছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী ইনকিলাবকে বলেন, বেলা ১ টায় পলিটেকনিক ইনস্টিটিউটের অদূরে কবরস্থানে শিশুটিকে ফেলে দেয়া হয়। এ দৃশ্য দেখে দ্রুত সেখানে ছুটে যান টহল ডিউটি থাকা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিরণ মিয়া। ততক্ষণে অটোরিকশাটি দ্রুত পালিয়ে যায়। কবরস্থানের পাশে পড়ে থাকা কাপড় মোড়ানো শিশুটিকে কান্না করতে দেখা যায়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
শিশুটি হাসপাতালের ৮ নম্বর শিশু ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে জানিয়ে ওসি বলেন, শিশুটি মারাত্মক অপুষ্টি এবং পানিশূন্যতায় ভুগছিল। ছুঁড়ে ফেলায় তার মুখ এবং হাত-পায়ে প্রচন্ড আঘাত লাগে। তাৎক্ষণিক তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। একটি অবুঝ শিশুর সঙ্গে এমন নির্মম আচরণ কল্পনাও করা যায় না মন্তব্য করে তিনি বলেন, কারা এর সাথে জড়িত তাদের খুঁজে বের করা হবে। শিশুটি সুস্থ না হওয়া পর্যন্ত পুলিশের পাহারায় তার চিকিৎসা চলবে।



 

Show all comments
  • jack ali ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৪১ পিএম says : 0
    Allah mentioned in Qur'an that we will be worse than four footed animal lowliest animal pig... we also become dumb, deft and blind.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু

৩ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ