Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাইরাসাতঙ্কে টয়লেট পেপার ডাকাতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

করোনা ভাইরাস সংক্রমণে ফেসমাস্কের ভয়াবহ সঙ্কট দেখা দিয়েছে। একই আতঙ্কে হংকংয়ে ভিন্ন মাত্রার এক ডাকাতি হয়েছে। সেখানে সশস্ত্র একদল ডাকাত টয়লেট পেপারের কয়েক শত রোল চুরি করে নিয়েছে। এর ম‚ল্য ১০০০ হংকং ডলার বা ১৩০ মার্কিন ডলার। করোনা ভাইরাস আতঙ্কে সেখানে লোকজন টয়লেট পেপার কিনছে দেদারছে। ফলে টয়লেট পেপারের বড় রকম ঘাটতি দেখা দিয়েছে। এ অবস্থায় পুলিশ বলেছে, হংকংয়ের মং কোক জেলায় একটি সুপার মার্কেটের বাইরে অবস্থান করছিলেন একজন সরবরাহ দেয়া বা ডেলিভারি দেয়া ব্যক্তি। তিনি মার্কেটে মার্কেটে টয়লেট পেপার সরবরাহ দেন। এ সময় একদল অস্ত্রধারী তাকে ঘিরে ধরে। তার কাছ থেকে ডাকাতি করে টয়লেট পেপার। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, স্থানীয় মিডিয়ায় এ রিপোর্ট প্রকাশ পাওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছে দু’জনকে। উদ্ধার করেছে ডাকাতি করে নেয়া কিছু পেপারের রোল। সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। এতে জড়িত অপরাধী একটি চক্র। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, ওয়েলকাম সুপারমার্কেটের বাইরে ডেভিলারি ভ্যান থেকে টয়লেট পেপার আনলোড করছিলেন ওই ডেলিভারি দেয়া ব্যক্তি। এ সময় তাকে অস্ত্র হাতে হুমকি দেয় ডাকাতরা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাইরাসাতঙ্ক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ