বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার মহানন্দপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের সাবেক মেম্বার ও মৃত মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে তিনি সখিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাই ভাই সিনেমা হলের পূর্ব পার্শে বসবাস করতেন।জানা যায়, সোমবার সকালে সখিপুর থেকে কাকড়াজান ইউনিয়নের মহানন্দপুরে সুন্নতে খাতনার কাজ করতে যাওয়ার পথে মহানন্দপুর বাজারের দক্ষিণে ব্রিজের পাশে অপর দিক থেকে আসা ট্রাফি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তাঁর ডিসকভার মোটরসাইকেলটি ছেচড়িয়ে কয়েক হাত চলে যায়,এসময় তার শরীরের বিভিন্ন অংশ থেতলে কেটে গিয়ে প্রচুর রক্ত ঝড়তে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শামীমা আহমেদ জানান হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে।আরও জানা যায়, দুর্ঘটনার পর পরই ট্রাফি ট্রাক্টরের চালক ইট ভর্তি গাড়ি রেখেই পালিয়ে যায়।নিহত রোমেজ উদ্দিনের স্ত্রী ও দুই ছেলে রয়েছে এবং দুই ছেলেই মাদ্রাসার ছাত্র। তিনি সখিপুর বাজার বণিক বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফাহিম সুপার মার্কেটের সাবিদ গার্মেন্টেস এর মালিক। তিনি বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।সখিপুর থানার অফিসার ইনচার্জ( ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকাল তিনটায় সখিপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নিহত রোমেজের প্রথম জানাযা অনুষ্ঠিত এবং সখিপুর বাজার বনিক বহুমুখি সমবায় সমিতির পক্ষ থেকে বেলা ২টা থেকে ৩টা এক ঘন্টা বাজারের সকল দোকানপাট বন্ধ রাখা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।