Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাভাইরাসের সৃষ্টি যে চীনেই হয়েছে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই: রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ২:২৪ পিএম

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, করোনাভাইরাসের সৃষ্টি যে চীনেই হয়েছে তার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটা নিয়ে পশ্চিমারা বারবার অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করোসপন্ডেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ এ একথা জানান তিনি।

লি জিমিং বলেন, ‘অনেক দেশ চীনকে দোষারোপ করছে যা বাঞ্ছনীয় নয়। চীনের সরকার এ ইস্যুতে খুবই সতর্ক ভূমিকা পালন করছে। চীনের রাষ্ট্রপতি শি জিংপিং মানুষের জীবন রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা চীন অথবা চীনের বাইরে যেখানেই হোক না কেন।’

তিনি বলেন, ‘ইতোমধ্যেই আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্র গড়ে তুলেছে চীন। বিভিন্ন প্রান্ত থেকে আড়াই হাজার চিকিৎসাকর্মীকে উহান রাজ্যে নিয়োগ করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ সম্পর্কে চীন স্বচ্ছতা বজায় রেখেছে এবং সকল তথ্য বিশ্বকে জানানো হচ্ছে।’
এসময় গোটা বিশ্বকে এই ভাইরাসের সংক্রমণরোধে করণীয় নির্ধারণে এগিয়ে আসার আহ্বান জানান চীনা রাষ্ট্রদূত।

চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে থাকা ৮ হাজার চীনা নাগরিকের মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত নেই। তবুও করোনাভাইরাস শনাক্ত করতে বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তির ৫০০টি স্বাস্থ্য পরীক্ষার উপকরণ (কিট) দিচ্ছে চীন। আগামী দুই দিনের মধ্যে উপকরণগুলো বাংলাদেশে এসে পৌঁছাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ