Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ ডিগ্রি কাত হয়ে চালকবিহীন জাহাজ ছুটছে ফ্রান্স উপকূলে

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাড়ে তিন হাজার টন কাঠ আর নির্মাণ যন্ত্রপাতি বোঝাই একটি ক্ষতিগ্রস্ত মালবাহী জাহাজ চালকবিহীন অবস্থায় ফ্রান্স উপকূলের দিকে ছুটছে। মডার্ন এক্সপ্রেস নামের পানামায় নিবন্ধিত জাহাজটিকে টেনে বন্দরে নিয়ে যেতে না পারলে সেটি আজ মঙ্গলবার আটলান্টিকে ভেসে উপকূলে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সমুদ্র পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যাবন থেকে পণ্য নিয়ে ফ্রান্সে যাওয়ার পথে ১৬৪ মিটার দীর্ঘ জাহাজটিতে ত্রুটি দেখা দেয় এবং সেটি কাত হতে শুরু করে। ৪০ থেকে ৫০ ডিগ্রি কাত হয়ে থাকা জাহাজটি সোজা করতে ব্যর্থ হয়ে গত সপ্তাহেই জাহাজটির ২২ জন নাবিকের সবাইকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়। দুদিন আগে উত্তাল সাগরে জাহাজের একটি টো লাইন ছিঁড়ে যায়। ফলে টাগবোট দিয়ে টেনে জাহাজ সোজা করা আরও কঠিন হয়ে পড়ে। খারাপ আবহাওয়ার কারণে রোববার উদ্ধার অভিযান ব্যাহত হয়। সোমবার আরও একবার জাহাজটি সোজা করার চেষ্টা হবে বলে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে। ওই জাহাজে প্রায় ৩০০ টন জ্বালানি রয়েছে জানিয়ে একটি ফরাসি পত্রিকা লিখেছে, উপকূলে আছড়ে পড়া অনিবার্য হয়ে উঠলে জাহাজ থেকে তেল সরিয়ে নেয়ার চেষ্টা করা হবে। ২০০২ সালে তেলবাহী ট্যাংকার প্রেস্টিজ স্পেনের উত্তর উপকূলে ডুবে গেলে প্রায় ৫০ হাজার টন জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়ে, দূষণ ঘটে কয়েক হাজার মাইল এলাকায়। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৫০ ডিগ্রি কাত হয়ে চালকবিহীন জাহাজ ছুটছে ফ্রান্স উপকূলে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ