Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে বন্যায় ৩২ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিত্রাল জেলায় ভয়াবহ বন্যায় নারী ও শিশুসহ অন্তত ৩২ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। স্থানীয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। চিত্রাল জেলা মেয়র মাগফিরাত হুসাইন বলেন, জেলার উরশুন গ্রামে বন্যায় একটি মসিজদসহ অন্তত ৩০টি বাড়ি ভেসে গেছে। রমজান উপলক্ষে গত শনিবার (০২ জুলাই) রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা যখন মসজিদে নামাজ পড়ছিলেন তখন মসজিদটি পানিতে ভেসে যায়। বন্যায় চিত্রাল নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এ ঘটনা ঘটেছে। এছাড়া বন্যায় ৩৫ জন গুরুতর আহত হয়েছেন ও অন্তত ৩১ জন নিঁখোজ রয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। তবে উদ্ধারকর্মীরা দ্রুতই কাজ শুরু করেছেন। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে বন্যায় ৩২ জনের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ