Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শোকে পরিণত বিয়ে বাড়ির আনন্দ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভালোবাসা দিবসে বিয়ে করেছিলেন ইমরান হোসেন (২২)। শনিবার ইমরানের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। বউপক্ষের ফেরানি যাত্রীরাও ইমরানের বাড়িতে আসেন। অতিথিদের খাওয়ানো অবস্থায় গোশতের ঘাটতি দেখা দেয়। এ সময় বর ইমরান বন্ধুর মোটরসাইকেল নিয়ে চান্দিনা বাজারে গোশত আনতে যায়। গোশত নিয়ে বাড়ি ফেরার পথে মহিচাইল-বাড়েরা রোডের ভারভাঙা এলাকায় চলন্ত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন ইমরান। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়কে নিহত হয়েছেন আরো ১৩ জন।
সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাস খাদে পড়ে এক নারীসহ তিন বাসযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের জেলার ঐ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
কুমিল্লা : চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সল বলেন, ইমরানের পরিবারকে বলেছি অভিযোগ দিতে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
ফরিদপুর : ফরিদপুরে ট্রাকচাপায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় শিবরামপুর-খলিলপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সাতক্ষীরা : সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় পরিবহনের ধাক্কায় কামরুল ইসলাম (২৬) নামের এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে।
নাটোর: নাটোরের বড়াইগ্রামে বালু বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মামুন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকের চাপায় নুরনবী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কাভার্ডভ্যানচাপায় সেন্টু মিয়া সরকার (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
কুষ্টিয়া: ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান সরকার (৫৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নাটোর: নাটোর ফায়ার সার্ভিসের প্রধান মোখলেছুর রহমান জানান, সকালে সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুল রহমান।
নোয়াখালী : সোনাইমুড়ী পৌর এলাকায় যাত্রীবাহী বাস চাপায় সাহাব উদ্দিন (৫৬) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালক নিহত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ