Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম


১ বার্ডস অফ প্রে
২ ব্যাড বয়েজ ফর লাইফ
৩ নাইন্টিন সেভেন্টিন
৪ প্যারাসাইট
৫ জোজো র‌্যাবিট


টাইকা ওয়াইটিটি পরিচালিত ওয়ার কমেডি ‘জোজো র‌্যাবিট’। ‘ঈগল ভার্সেস শার্ক’ (২০০৭), ‘বয়’ (২০১০), ‘হোয়াট উই ডু ইন দ্য শ্যাডোজ’ (২০১৪), ‘হান্ট ফর দ্য ওয়াইল্ডারপিপল’ (২০১৬) এবং ‘থর : র‌্যাগনারক’ (২০১৭) ওয়াইটিটি পরিচালিত চলচ্চিত্র। জোজো বেটজলার (রোমান গ্রিফিন ডেভিস)১০ বছর বয়সী এক শিশু, নিঃসঙ্গ জোজো হিটলার ইউগেন্ডের সদস্য। সে তার তার সাথীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ যুদ্ধ খেলায় অংশ নিতে হয়। এতে তারা বিভিন্ন সমস্যারই সৃষ্টি করে একবার জোজোকে একটি খরগোশ মারার নির্দেশ দেয়া হলে সে তা করতে ব্যর্থ হয়, তাতে তার নাম হয়ে যায় জোজো র‌্যাবিট। জোজোকে সাহস দেবার জন্য পাশে থাকে কাল্পনিক বন্ধু অ্যাডল্ফ হিটলার (টাইকা ওয়াইটিটি)। জোজো একদিন আবিষ্কার করে তার মা রোজি (স্কারলেট জোহানসন) এক ইহুদি কিশোরী এলসাকে লুকিয়ে রেখেছে। জোজো এতদিন জেনে এসেছে ইহুদিদের শরীরে ড্রাগনের মত আঁশ থাকে আর তারা বাদুরের মত কড়িকাঠে ঝুলে থাকে। দোটানায় পড়ে যায় সে। সে জানে এই কথা প্রকাশ করলে তার মা বিপদে পড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ