Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ায় স্কুল ছাত্রীকে গলাটিপে হত্যার অভিযোগে, গ্রেপ্তার ২

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৫০ পিএম

উখিয়ায় গণধর্ষণের পর ১০ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

শুক্রবার (১৪ফেব্রুয়ারী) দুপুরে হলদিয়াপালং ইউনিয়নের সোনাঘোনা এলাকার নির্জন ছড়ার ভিতরে ঘটনাটি ঘটেছে বলে বিলম্বে পাওয়া খবরে জানাগেছে।

এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
মৃত দেহের পাশে পড়ে থাকা একটি আলামতের সূত্র ধরে পুলিশ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (১৭) ও তার স্বীকারোক্তি অনুযায়ী মৃত আব্দুস ছবুরের ছেলে হাছানুরকে আটক করে।
ভিকটিমের পিতা মৌলভী নুর মোহাম্মদ জানান, তার মেয়ে বড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। সকালে প্রাইভেট পড়তে গিয়ে আর ফিরেনি।
উখিয়া থানার ওসি তদন্ত নুরুল ইসলাম জানান, এঘটনায় আটক দুইজনকে আসামী করে হত্যা মামলা রুজু করেছে। লাশের ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলা টিপে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ