Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ তাজিকিস্তানে

উদ্বোধন হবে মার্চের প্রথম শুক্রবার

মোহাম্মদ আবদুল অদুদ | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ৫:০০ পিএম

কাতারের আমিরের উপস্থিতিতে গত অক্টোবরে মসজিদটি উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু তার সফর স্থগিত হওয়ার কারণে চলতি বছরের মার্চের প্রথম শুক্রবার জুমার নামাজের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হবে। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসা প্রজাতন্ত্রগুলোর মধ্যে এটিই একমাত্র দেশ, যেখানে ইসলাম ২০০৯ সালে রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা লাভ করেছে।
পামির মালভূমির দেশ তাজিকিস্তান, স্থলবেষ্টিত দেশটির উত্তরে কিরগিজস্তান, উত্তর ও পশ্চিমে উজবেকিস্তান, পূর্বে গণচীন ও দক্ষিণে আফগানিস্তান। দেশের সর্ববৃহৎ শহর ও রাজধানী দুশানবে। দেশটির মোট আয়াতন ১ লাখ ৪৩ হাজার ১০০ বর্গকিলোমিটার।
১৯২৯ সালে এটি সোভিয়েত ইউনিয়নের অঙ্গ হয়ে যায়। ১৯৯১ সালের ৯ সেপ্টেম্বর ফের স্বাধীনতা লাভ করে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের হিসাব মতে, দেশটির জনসংখ্যার ৯৮ শতাংশ মুসলমান, যাদের ৯৫ শতাংশ সুন্নি ও ৩ শতাংশ শিয়া। দেশটিতে কিছু সুফিবাদ চর্চাকারীও রয়েছে। সুন্নিদের অধিকাংশই হানাফি মাজহাবের অনুসারী।
সপ্তম শতাব্দীতে আরবদের মাধ্যমে তাজিকিস্তানে ইসলামের প্রচার-প্রসার ঘটেছে। সে সময় থেকেই ইসলাম তাজিক সংস্কৃতির অংশে পরিণত হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর সেখানে ধর্মচর্চার ব্যাপক প্রসার লাভ করে। প্রতি বছর পবিত্র রমজান মাসে রোজা পালনকারীর সংখ্যা ৯৯ শতাংশে গিয়ে পৌঁছায়। তাজিকিস্তানের জনগণ ধর্মভীরু। তারা নিজেদের মতো ধর্মচর্চা করার সুযোগ পান। তবে ২০০৫ সালে দেশটির শিক্ষা মন্ত্রণালয় সেক্যুলার স্কুলগুলোয় মেয়েদের হিজাব পরিধানে নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির নারীরা নিজেদের ঐতিহ্য হিসেবে হিজাব পরে থাকেন। দুশানবেতে প্রচুর মসজিদ, গ্র্যান্ড মসজিদের নাম ইমাম আবু হানিফা মসজিদ। তাজিকিস্তানে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় মসজিদ ছিল। তবে নতুন মসজিদ উদ্বোধনের মধ্য দিয়ে ইমাম আবু হানিফা মসজিদ দ্বিতীয় স্থানে চলে যাচ্ছে।
নতুন মসজিদটির নির্মাণকাজ ২০০৯ সালের অক্টোবরে শুরু হয়। মসজিদের নকশা করেছেন তাজিকিস্তান এবং কাতারের পেশাদার স্থাপত্যকুশলীরা। নকশায় পুরনো মুসলিম ঐতিহ্যের ছাপ রয়েছে। চারটি বড় মিনার, একটি বড় প্রধান গম্বুজ এবং ২০টি ছোট গম্বুজ রয়েছে। মসজিদে একসঙ্গে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদটি দুশানবের উত্তরের উপকূলে অবস্থিত। মসজিদ কমপ্লেক্সে একটি গ্রন্থাগার, একটি সংগ্রহশালা ও বড় সভাকক্ষ রয়েছে। পুরো প্রকল্পে ব্যয় ১০০ মিলিয়ন ডলার।

 



 

Show all comments
  • ** হতদরিদ্র দীনমজুর কহে ** ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ৯:১৮ পিএম says : 0
    তাজিকিস্তানে ৯২ শতাংস মুলমান যার প্রায় সবাই ই হানাফি মাজহাবের অনুসারি। মসজিদটি জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে উদ্বোদন করা হবে।ঐ দিন বিশ্বের মুসলমান দের জন্য যেনো দোয়া করা হয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ