Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেনেভা শান্তি আলোচনায় সউদি আরব ও তুরস্ক সিরিয়ার বিরোধীদের সমর্থন করলো

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সউদি আরব ও তুরস্ক সিরিয়ার বিরোধীদের সমর্থন করেছে। গত শুক্রবার জেনেভায় সিরিয়া শান্তি আলোচন শুরু হয়েছে। সেখানে সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপারে আলোচনা হলেও বিভিন্ন দেশের স্বার্থ ও সক্রিয়া অবস্থান রয়েছে। গত রোববার সউদি পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল জুবেইরি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভিসোগল সিরিয়ার সরকার বিরোধীদের যৌথ সমর্থন জানান। রিয়াদে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অভিন্ন ঘোষণায় বলা হয়েছে, আমরা দুই দেশ সিরিয়ার বিরোধী দলের কর্মকা-কে আন্তর্জাতিক সম্মেলন সমর্থ দিয়েছি। তুর্কির উচ্চতম কূটনীতিক জানিয়েছেন, আমরা সিরিয়ায় মানবিক সাহায্য পাঠানো জন্য প্রস্তুত রয়েছি। সিরিয়ার সাধারণ মানুষ খাদ্য সংকটে মানবেতর জীবন যাপন করছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেনেভা শান্তি আলোচনায় সউদি আরব ও তুরস্ক সিরিয়ার বিরোধীদের সমর্থন করলো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ