Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জাভেদ-হুলুসি আলোচনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বৃহস্পতিবার দুই দিনের সফরে পাকিস্তানে আসেন এবং হুলুসি আকার তার সফরসঙ্গী ছিলেন। পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে পাক সেনাপ্রধান তুর্কি প্রতিরক্ষামন্ত্রীকে জানান, তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশেষ ম‚ল্য দেয় ইসলামাবাদ। তুরস্ককে ভাই উল্লেখ করে জেনারেল বাজওয়া বলেন, পাকিস্তান সব সময় তুর্কি জনগণের পাশে থাকবে। বৈঠকে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, পাকিস্তান যেভাবে তুরস্কের পাশে দাঁড়িয়েছে আঙ্কারাও সেভাবে ইসলামাবাদের পাশে দাঁড়াবে। এদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখার বিদেশি সেনা কর্মকর্তাদেরকে আঞ্চলিক কৌশলগত নানা বিষয়ে ব্রিফ করেন। এসময় তিনি ভারত সীমান্তবর্তী নিয়ন্ত্রণরেখার পরিস্থিতিও তুলে ধরেন। যেসব বিদেশি সেনা কর্মকর্তা পাকিস্তানের কোয়েটা শহরের কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে প্রশিক্ষণ কর্মস‚চিতে অংশ নিচ্ছেন তারাই গতকালের ব্রিফিংয়ে অংশ নিয়েছেন। এসব সেনা কর্মকর্তা গতকাল রাওয়ালপিন্ডি শহরে অবস্থিত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র প্রধান কার্যালয় পরিদর্শন করেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ