Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভালোবেসে বিয়ে না করার শপথ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভালোবেসে বিয়ে না করার শপথ নিয়েছেন ভারতের মহারাষ্ট্রের একটি গার্লস কলেজের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার ভ্যালেন্টাইনস ডেতে মহারাষ্ট্রের চান্দুরে অবস্থিত মহিলা আর্টস এন্ড কমার্স কলেজের শিক্ষার্থীরা এই শপথ নেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীরা মারাঠি ভাষাতে শপথ গ্রহণ করেন। ওই শপথে শিক্ষার্থীরা বলেন, আমরা কাউকে ভালোবাসবো না এবং ভালোবেসে কাউকে বিয়ে করবো না। আমি শপথ নিচ্ছি যে পিতা-মাতার ওপর আমাদের ভরসা রয়েছে এবং আমি কারো প্রেমে পড়বো না এবং ভালোবেসে বিয়ে করবো না।এসময় যৌতুক দিয়ে বিয়ে না করার ব্যপারেও শপথ নেন শিক্ষার্থীরা। এমন ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে রিতিকা রাঙ্গারি নামের এক শিক্ষার্থী বলেন, পরিবারের পরামর্শ নিয়ে ভালোবাসায় জড়ানো উচিৎ। ভাবনা তায়ডে নামের আরেক শিক্ষার্থী বলেন , ভালোবেসে বিয়ে করার কি দরকার? আমাদের পিত-মাতাই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য যথেষ্ট। তারাই আমাদের জন্য সর্বোত্তমটি বাছাই করবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শপথ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ