Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘাটাইলে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গ্রেপ্তারের দাবীতে সাংবাদিকদের মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩৭ পিএম

টাঙ্গাইলের ঘাটাইলে দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি উপর হামলার ঘটনায় ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দর আলীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) নির্যাতিত সাংবাদিক খান ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য যুগান্তর ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে স্থানীয় ইউএনও’র কাছে ঘাটাইল সদর ইউনিয়নের নিয়ামতপুর-খিলপাড়া সরকারি রাস্তার গাছ কেটে বিক্রি করার বিষয়ে জানতে চান। এ সময় সেখানে উক্ত ইউনিয়নের চেয়ারম্যানও উপস্থিত ছিলেন। ইউএনও’র সাথে কথা বলার সময় ইউপি চেয়ারম্যান হায়দর আলী পূর্ব শত্রæতার জের ধরে তার উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আহত করেন। পরে আহত সাংবাদিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। আজ শনিবার (১৫ ফেব্রæয়ারি) নির্যাতিত সাংবাদিক খান ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেছেন। মামলা নম্বর- ০৪ (১৫/২/২০২০)।

এদিকে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ঘাটাইল প্রেসক্লাব আজ শনিবার (১৫ ফেব্রæয়ারি) বিকালে ইউপি চেয়ারম্যানকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুজ্জামান মিঞা, সাবেক সভাপতি হায়দার রহমান, আতা খন্দকার, সাংবাদিক আতিকুর রহমান, রবিউল আলম বাদল প্রমূখ। বক্তারা অভিযুক্ত চেয়ারম্যানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী জানান এবং বিচারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদানের ঘোষনা দেন। অপরদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ