নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : অস্ট্রেলিয়া নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সে দেশের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যুরিজমের (ডিআইএফটি) একটি সতর্কবার্তায় গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আশ্বাসের পরও বাংলাদেশ সফরের ব্যাপারে তাদের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। বরং এই সফর নিয়ে বাংলাদেশ সরকার, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড হাইকমিশন ও বাংলাদেশের বিভিন্ন গেয়েন্দা সংস্থার সঙ্গে অস্ট্রেলিয়া সরকার এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার উচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রতিনিধি দলের ঢাকা অবস্থানকালে গুলশানে ইতালিয় নাগরিক তাবেলা নিহত হওয়ায় পূর্বনির্ধারিত দ্বি-পাক্ষিক ওই সফর বাতিল করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে পর্যন্ত দল প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দেখাদেখি দ.আফ্রিকা নারী ক্রিকেট দলের বাংলাদেশ সফরও বাতিল হয়েছে সে বছর। ওই ঘটনায় বাংলাদেশ ক্রিকেটে বড় ধরনের ধাক্কা খাওয়ার পর এবার শঙ্কার মুখে পড়েছে আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর।
গত শুক্রবার রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ২০ বিদেশী নিহত হওয়ার ঘটনায় উদ্বিগ্ন ইসিবি ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কার কথা জানিয়েছে গত পরশু। বাংলাদেশের নিরপত্তা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সফরের আগে খেলোয়াড়দের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা ভাবছে তারা।
শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীর হামলার পর ইসিবির এক মুখপাত্র ক্রিকইনফাকে উদ্বেগের কথাই জানিয়েছেনÑ ‘ইংল্যান্ডের যে কোন দলের বিদেশ সফরের ক্ষেত্রে আমাদের খেলোয়াড় ও ম্যানেজমেন্ট কর্মকর্তাদের নিরাপত্তা ও সুরক্ষাই ইসিবি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে থাকে। আসছে সপ্তাহ এবং মাসগুলোতে বাংলাদেশের পরিস্থিতি আমরা সার্বক্ষনিক পর্যবেক্ষন এবং পর্যালোচনা করব। ইংল্যান্ড দলের সফরপূর্ব নিরাপত্তা পরিকল্পনা কতটা শক্ত সামর্থ, দায়িত্ব নিয়ে তা পরিদর্শন করতে চাই।’
ইংল্যান্ডের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের (এফসিও) নিরাপত্তা বিশেষজ্ঞদের বিশেষজ্ঞদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ভাগ্য, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইসিবি’র ওই মুখপাত্রÑ ‘যদি ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, আমাদের নিরাপত্তা পরিচালক বলে সেখানকার পরিস্থিতি পুরোপুরি নিরাপদ নয়, অথবা সেখানে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয়, তাহলে আমরা ভেবেচিন্তে পরবর্তী পদক্ষেপ নেব।’
তবে দ্বি-পাক্ষিক সফরসূচী চ‚ড়ান্ত হওয়ার পর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এক্ষুনি শংকার কিছু দেখছেন না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। আইসিসি’র বার্ষিক সাধারণ সভা শেষে দেশে ফিরে ওই ঘটনায় স্তম্ভিত ক্রিকেট বোর্ড বলে মনে করছেন তিনিÑ ‘বাংলাদেশে যা ঘটেছে এটা নিয়ে দুশ্চিন্তার অনেক কারণ আছে। ক্রিকেটেরও এখান থেকে ছাড় পাওয়ার কোনও সুযোগ নেই ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সমবেদনা জানানোর ভাষাও আমার নেই। এমন ঘটনা বাংলাদেশে ঘটতে পারে-এটা আমার চিন্তার বাইরে ছিল। এই পরিস্থিতে ইংল্যান্ড যে প্রতিক্রিয়া দিয়েছে আমরা যদি ওদের জায়গায় থাকতাম, তাহলে একই বিষয় অনুসরণ করতাম।’
২০০৮ সালে মুম্বাইয়ে তাজ হোটেলে সশস্ত্র জঙ্গী হামলায় সিরিজের মাঝপথে দেশে ফিরে পুনরায় ভারত সফর করে ইংল্যান্ড ক্রিকেট দল রেখেছে ক্রিকেটীয় বন্ধুত্বের দৃস্টান্ত। সে কারণেই ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে এখনই শঙ্কার কিছু দেখছেন না বিসিবি সভাপতিÑ ‘প্যারিসে হামলার পরও ওখানে খেলা বন্ধ হয়নি। খেলা তার নিজস্ব গতিতেই চলবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া ইংল্যান্ড সিরিজ হতে এখনো তিন মাস বাকি। এই লম্বা সময়ে বাংলাদেশের এই পরিস্থিতি থাকবে না। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারলে যে কোনও দেশেই খেলা বন্ধ হওয়ার সুযোগ নেই।’
এদিকে গত শুক্রবার রাতে গুলশানের অর্টিসান রেস্টুরেন্টে পৈচাশিক সন্ত্রাসী হামলায় মর্মাহত তামিম ইকবাল। ঘটনার নিন্দা জানিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে একের পর এক টুইট করেছেন বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনারÑ ‘এটা আমাদের দেশের আসল ছবি নয়। আমাদের যেন আর কখনো এভাবে পরিচিত হতে না হয়। হে আল্লাহ, আমার দেশ-ঘরকে শান্তিতে রাখুন!’ বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে লিখেছেনÑ ‘প্রে ফর ঢাকা’। ফেসবুকে প্রোফাইল ছবি পরিবর্তন করে শোক জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মুমিনুল হকের মতো তারকারাও। ছবির নিচের অংশে পতাকায় লেখা ‘উই আর বাংলাদেশ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।