নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঈদুল ফিতরে বাড়ি ফেরা হচ্ছে না বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ মহিলা দলের ফুটবলারদের। ক্যাম্পেই ঈদের আনন্দ খুঁজে নেবেন তারা। আগামী ২৭ আগস্ট ঢাকায় বসছে এএফসি অনুর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাই পর্বের আসর। এ টুর্নামেন্টর ‘সি’ গ্রæপে স্বাগতিক বাংলাদেশ, ইরান, চাইনিজ তাইপে, সংযুক্ত আরব আমিরাত, কিরঘিজস্তান ও সিঙ্গাপুর খেলবে। আসরকে সামনে রেখে গত ১২ জুন ৬৭ নারী ফুটবলারের অংশগ্রহণে বাছাই শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাছাই শেষে ১৭ জুন থেকে ৩২ জনের প্রাথমিক দল নিয়ে বাফুফে ভবনে শুরু হয় আবাসিক ক্যাম্প। দলের কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে বর্তমানে লাল-সবুজের মেয়েরা বাফুফের অ্যাস্ট্রোটার্ফে নিয়মিত অনুশীলনে ব্যস্ত। যে কারণে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরেও বাড়ি যাওয়া হচ্ছে না তাদের। এই ফুটবলাররা বাফুফের ডরমেটরিতেই ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নেবেন। বাফুফের মহিলা উইংসের পক্ষ থেকে অনূর্ধ্ব-১৬ মহিলা দলের সব খেলোয়াড়কেই জিন্স প্যান্ট ও টি-শার্ট ঈদ উপহার হিসেবে দেয়া হয়েছে। এছাড়া ঈদের দিন তাদের জন্য ক্যাম্পেই ঘরোয়া পরিবেশে বিভিন্ন মুখরোচক খাবার রান্না করা হবে বলে জানা গেছে। ঈদের ছুটি পাচ্ছেন না নারী ফুটবলাররা। তাই বলে মোটেও মন খারাপ নয় তাদের। বরং ক্যাম্পে সবাই এক সঙ্গে ঈদ আনন্দ ভাগ করতে পারবেন বলে খুশি তারা। এ প্রসঙ্গে গতকাল বিকালে অনূর্ধ্ব-১৬ জাতীয় মহিলা দলের তারকা খেলোয়াড় মার্জিয়া খাতুন বলেন, ‘দেশের স্বার্থে অনেক কিছুই ত্যাগ করতে হয়। আমরা এবার ঈদ আনন্দ ত্যাগ করছি। তবে আশাকরছি পরিবারের সদস্যরা না থাকলেও ক্যাম্পে অন্য খেলোয়াড়দের সঙ্গে ঈদের ছুটি খারাপ কাটবে না। সবাই এক সঙ্গে মজা করেই কাটাবো।’
তহুরা আক্তার বলেন, ‘এ অভিজ্ঞতা আমার রয়েছে। এর আগে পাঁচবার ঈদের সময় ক্যাম্পে ছিলাম। তাই আমি এটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছি। আমার ধারণা ক্যাম্পে ঈদ আনন্দ ঠিকই উপভোগ করতে পারবো আমরা।’ দলের আরেক খেলোয়াড় কৃষ্ণা রাণী বলেন,‘আমি ভিন্ন ধর্মের হলেও ক্যাম্পে মজা করেই ঈদ আনন্দ ভাগ করে নেবো। বন্ধুরা সবাই ক্যাম্পে থাকবে। তাই মজাই হবে বলে মনে হচ্ছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।