Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করিমই থাকছেন টিটি সভাপতি

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি পদেই বহাল থাকছেন প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব আব্দুল করিম। এই পদ থেকে অব্যাহতি চেয়েও তিনি তা পাননি। শেষ পর্যন্ত তার পদত্যাগ পত্র গৃহীত হয়নি। গতকাল এ তথ্য নিশ্চিত করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর। জানা গেছে, বাংলাদেশ টেবিল টেনিসের কার্যক্রমে আব্দুল করিমের ভুমিকাকে আমলে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার অব্যাহতিপত্র গ্রহণ করেনি। ব্যাক্তিগত কাজে ব্যস্ততার কারণ দেখিয়ে গত ২৫ মার্চ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বরাবর চিঠি দিয়ে টিটি ফেডারেশনের সভাপতির পদ থেকে অব্যাহতি চান আবদুল করিম।
আট বছর আগে টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয় আবদুল করিমকে। দায়িত্বকালে দেশের টিটি উন্নয়নে বেশ কাজ করেন তিনি। তার সুযোগ্য নেতৃত্বে ২০১০ ঢাকা এসএ গেমসে দুটি ব্রোঞ্জপদক জেতে বাংলাদেশ টিটি দল। ভারতে অনুষ্ঠিত সাউথ এশিয়ান জুনিয়র টিটিতেও ব্রোঞ্জ পায় লাল-সবুজরা। বিদেশে বিভিন্ন টুর্নামেন্ট খেলতে গেছেন মানস, মাহবুবরা। কিন্তু অভিযোগ ছিল, টিটির কোন কাজেই সভাপতি আবদুল করিমকে মূল্যায়ন করেননি সাধারণ সম্পাদক খন্দকার হাসান মুনীর। এরই জের ধরে নাকি অব্যাহতিপত্র দিয়েছিলেন সভাপতি। বিষয়টি অস্বীকার করে সভাপতিকে স্বপদে রাখতে বেশ দৌঁড়ঝাপ করতে শুরু করেন হাসান মুনীর। যার ফলে গত ৩১ মে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ফের আবদুল করিমকে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে চিঠি ইস্যু করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করিমই থাকছেন টিটি সভাপতি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ