Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

টিটি লিগের দলবদল শনিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৩৪ পিএম

ঢাকা মহানগর টেবিল টেনিস (টিটি) লিগের সিনিয়র, প্রথম ও নারী বিভাগ-এক সঙ্গে তিনটি লিগের দলবদল শুরু হচ্ছে শনিবার। এর মধ্যে এই দলবদল চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ে মধ্যে ফেডারেশনে নির্ধারিত ফি জমা দিয়ে দলবদল ও রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করে ক্লাবের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন খেলোয়াড়রা। ১৪ মার্চ পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হবে লিগের খেলা। লিগ নিয়ে দেশসেরা খেলোয়াড় মানস চৌধুরী বলেন, ‘আমরা প্রায় সবাই বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। তাই চুক্তি অনুযায়ী অর্থ পাবো সবাই। তবে লিগ টেবিলে গড়াচ্ছে এটাই বড় কথা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিটি

১৪ ফেব্রুয়ারি, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ