Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানের মুখ দর্শনে উদগ্রীব আশরাফুল

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নিষেধাজ্ঞাদেশ থেকে মুক্তি পেতে অপেক্ষা আর মাত্র ৪০ দিন। মুক্ত হয়ে ক্রিকেটে ফিরতে যখন উদগ্রীব আশরাফুল, তখন আর একটি সুখবরের দিকে তাকিয়ে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। গত বছর আনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, মালদ্বীপে নববধূকে নিয়ে সেরেছেন হানিমুন। এখন অনাগত সন্তানের মুখ দর্শনে প্রতীক্ষার প্রহর গুণছেন আশরাফুল। সুসংবাদটি খোদ আশরাফুলই জানিয়েছেন। কন্যাসন্তানের বাবা হতে যাচ্ছেন, এ সুসংবাদ নিজের মুখেই দিয়েছেন আশরাফুলÑ ‘আমার স্ত্রী এখন সাত মাসের অন্তঃস্বত্ত¡া। মাস দুয়েকের মধ্যে আমরা কন্যাসন্তান আগমনের আশা করছি। ডাক্তার নিজে থেকেই এটা জানিয়েছেন। প্রেগনেন্সির সপ্তম মাসে আসার পর এদেশের চিকিৎসকরা জানিয়ে দেন, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে।’ অনাগত সন্তানের নাম রাখার জন্য আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধবের কাছে আহŸান জানিয়েছেন আশরাফুলÑ ‘ওর কি নাম রাখা যেতে পারে সেটা এখনো ঠিক হয়নি। তবে আত্মীয়স্বজন আর বন্ধু-বান্ধবদের বলে রাখব যে ভালো কিছু নাম সাজেস্ট করতে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্তানের মুখ দর্শনে উদগ্রীব আশরাফুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ