Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বগুড়াবাসীর হৃদয়ে তামিম-হৃদয়

মহসিন রাজু , বগুড়া থেকে : | প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

বগুড়ায় পৌঁছেই বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার তৌহিদ হৃদয় ও তানজিদ হাসানদের বিরোচিত সংর্ধ্বনা দিলো বগুড়াবাসী। হৃদয় ও তামিম ঢাকা থেকে বগুড়ায় পৌঁছেন গতকাল বেলা ১১টায়। বগুড়ায় পৌঁছে তারা পর্যটন মোটেলে কিছুক্ষণ বিশ্রাম নেন। এই খবর জানাজানি হলে সেখানে ক্রীকেট ভক্তদের ভীড় জমে যায়। উপস্থিত হয় মিডিয়া কর্মীরাও। বিভিন্ন প্রশ্নের জবাবে বিশ্বকাপজয়ী এই যুব ক্রিকেটারদ্বয় বলেন, দেশবাসীর ভালোবাসা ও দোওয়ায় তারা এই বিরল সম্মান অর্জন করতে পেরেছেন। তবে এখানেই থেমে থাকলে চলবে না। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে যেতে হবে অনেক দূর। আগামীতে যেনো বাংলাদেশের গৌরব ও মর্যাদা আরো বাড়াতে পারি সেজন্য আপনাদের দোওয়া চাই। এর পর বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা তাদেরকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় নিয়ে আসেন। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সামনে সংক্ষেপে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতার কথা বলেন তারা। এসময় তারা গত ১০ ফেব্রæয়ারি বগুড়ার ক্রিকেট কোচ মোসলেম উদ্দিনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শ্রদ্ধাভরে তাঁর অবদানের কথা স্মরণ করেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহীদ চাঁন্দু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিল উদ্দিন, ডিএসএ কর্মকর্তা ও পৌর কাউন্সিলর আরিফুর রহমানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এসময় জামিল উদ্দিন ঘোষণা দেন, খুব শিঘ্রই দিন তারিখ ঘোষণা করে বগুড়ার এই ক্রিকেটবীরদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়াবাসী

১৪ ফেব্রুয়ারি, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ