বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিশেষ পর্যবেক্ষনে থাকা ২০ চীনা নাগরিকের শরীরে ভাইরাসের কোন উপসর্গ না পাওয়ায় কাজে যোগদান করার অনুমতি দিয়েছে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন এবং দিনব্যাপী এসব নাগরিকদের স্বাস্থের খোজ খবর নিয়ে বরিশাল বিভাগের স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ অনুমতি প্রদান করেন। এসময় পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর হোসেন ও কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হালদার উপস্থিত ছিলেন।
বরিশাল বিভাগের স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, পটুয়াখালীতে যেসব প্রকল্পে চাইনিজরা কাজ করে সেসব প্রকল্প পরিদর্শন করা হয়েছে। এসময় চায়না নাগরিকদের করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ প্রদান করা হয়েছে। চীন থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসা ২০ চীনা নাগরিকের মধ্যে করোনা ভাইরাসের কোন লক্ষন নেই। তারা কাজে ফিরতে পারে। তিনি এসময় প্রকল্পে কর্মরত চায়না নাগরিকদের চীনে যাওয়া এবং ছুটিতে চীনে অবস্থানরতদের দেশে না ফেরার নির্দেশনা প্রদান করেন।
পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেদওয়ান ইকবাল খান, বিদেশ থেকে প্রকল্পে কয়লাবাহী যেসব জাহাজ আসছে সেসব জাহাজের ক্রু দের জাহাজ থেকে নামতে দেয়া হচ্ছে না এবং বিশেষ সতর্কতার সাথে জাহাজ থেকে কয়লা আনলোড করা হচ্ছে।
গত জানুয়ারী মাসের শেষের দিকে ২০ চীনা নাগরিক পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসলে স্বাস্থ্য বিভাগের নির্দেশে তাদের ১৪ দিন বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়। আজ ১৪ দিন শেষে তাদের শরীরে ভাইরাসের কোন উপসর্গ না পাওয়ায় আগামী কাল থেকে তাদের কাজে যোগদান করার অনুমতি দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।