Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নেও ভাবিনি এমন ঘটনা ঘটবে -আনিসুল হক

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : গুলশানের আর্টিজান হোটেলের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ইতিহাসের সবচেয়ে জঘন্য ঘটনা ঘটল। আমি স্বপ্নেও ভাবিনি, এ ধরনের ঘটনা ঘটবে। এটা প্রথম, এটাই যেন শেষ হয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে দাঁড়াতে হবে।
শনিবার রাতে আর্টিজান বেকারি হোটেলের ঘটনাস্থল পরিদর্শন করেন মেয়র আনিসুল হক। তিনি জানান, গতকাল অর্থাৎ ঘটনার দিন তিনি মস্কোতে ছিলেন। আজ গত শনিবার দেশে ফিরেছেন।
মেয়র বলেন, বহির্বিশ্বে এক ধরনের ইমপ্রেশন তৈরি হয়েছে, সেটা ভাঙতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে।
সিএমএইচের (সম্মিলিত সামরিক হাসপাতাল) মর্গে তিনি নিহত খুনিদেরও দেখতে গিয়েছিলেন বলে জানিয়ে মেয়র বলেন, তাদের সবাইকে বাংলাদেশি মনে হয়েছে। তরুণ, মুখে দাড়ি, কয়েকজনের চেহারায় গ্রাম্যতার ছাপ।
এছাড়া কূটনৈতিক এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হবে বলেও তিনি উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বপ্নেও ভাবিনি এমন ঘটনা ঘটবে -আনিসুল হক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ