Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লীতে আপ, বাংলায় জবাব দেবেন বাঘিনী : ডেরেক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

দিল্লি বিধানসভা নির্বাচনের পর দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের চোখ এবার থাকবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিকে। ২০২১ সালে ওই নির্বাচন হলেও এখনই কোমর বেঁধে নির্বাচনী-তৎপরতা শুরু করতে ময়দানে নেমে পড়েছে শাসক দল তৃণম‚ল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি। ভারতীয় জনতা পার্টি চায় এবার পশ্চিমবঙ্গে তাদের গেরুয়া রাজত্ব কায়েম করতে, পাশাপাশি নিজেদের ঘাসফুলের জমি কিছুতেই ছাড়তে নারাজ তৃণম‚ল কংগ্রেস। তাই এ রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে লড়াইটা ম‚লত তৃণম‚ল বনাম বিজেপিই হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তৃণম‚ল কংগ্রেস এমপি ডেরেক ও’ব্রায়েন এনডিটিভিকে জানিয়েছেন বিজেপির সমস্ত চ্যালেঞ্জের প্রত্যুত্তর দিতে প্রস্তুত তাঁদের শিবির। দিল্লিতে যেভাবে বিপুল জন সমর্থন পেয়ে ফের ক্ষমতায় এসেছে আপ তার প্রশংসা করতেও শোনা যায় ডেরেককে। পাশাপাশি ওই তৃণম‚ল এমপি বলেন, একটি মাত্রই বাংলার বাঘিনী এখানে রয়েছে। বাংলার মানুষ নিশ্চিতভাবে জানেন যে তারা কী করতে চান। এবারের দিল্লি বিধানসভার ৭০ আসনের মধ্যে ৬২ টিতে জয় পায় আম আদমি পার্টি, তৃতীয়বার সরকার গড়তে চলেছে তারা। যদিও ২০১৫ সালের থেকে কিছুটা কম আসন পেয়েছে তারা। গতবার তারা পেয়েছিল ৬৭ টি আসন, সেখানে এবার আপ পেয়েছে ৬২ টি আসন। যদিও ২৭০ জন সাংসদ, ৭০ জন মন্ত্রী সহ দলের অন্যান্য নেতাদের দিয়ে প্রচার চালিয়েও মাত্র ৮ আসনে জয় পেয়েছে বিজেপি, যদিও গতবারের থেকে ভাল ফল করেছে তারা, গতবার বিজেপি দিল্লিতে পেয়েছিল ৩ টি আসন। দিল্লিতে বিজেপির হারে স্বভাবতই খুশি তৃণম‚ল শিবির। আম আদমি পার্টির জয়কে রীতিমতো উদযাপন করতে দেখা যায় তাঁদের। কেননা রাজ্যে তাদের প্রধান বিরোধী দল এখন ভারতীয় জনতা পার্টিই। গত বছর, রাজ্যের লোকসভা নির্বাচনে ৪০ টির মধ্যে ১৮ টি আসন পায় বিজেপি, যেখানে তার আগের বার এ রাজ্যে গেরুয়া দল পেয়েছিল মাত্র ২ টি লোকসভা আসন। আপের জয়ে খুশি প্রকাশ করে ডেরেক টুইট করেন, বিজেপির সমস্ত নোংরা কৌশল ব্যর্থ । সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও জয় পেল না তারা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, জনগণ কীভাবে সিএএ, এনআরসি এবং এনপিআরকে প্রত্যাখ্যান করছে এই হার তারই প্রতিচ্ছবি। মঙ্গলবারই বাঁকুড়ার একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একমাত্র উন্নয়নই পারে মানুষের মন জিততে। সিএএ, এনআরসি আর এনপিআর যে মানুষ খারিজ করে দিয়েছে দিল্লির ভোটই তার প্রমাণ। দিল্লিতে বিজেপি, মহিলা ও পড়ুয়াদের উপর যে হারে অত্যাচার চালিয়েছে, তার যোগ্য জবাব ব্যালটে পেয়েছে। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লি বিধানসভা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ