Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তান সফরে আসছেন জাতিসংঘ মহাসচিব

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রোববার পাকিস্তান সফরে আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। ওই দিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এ ছাড়া টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি ইভেন্টে বক্তব্য রাখার কথা রয়েছে তার। অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র ফারহান হক বলেছেন, কর্তারপুরে গুরুদ্বার কর্তারপুর সাহিবও সফর করবেন জাতিসংঘ মহাসচিব। এখানেই রয়েছে শিখ স¤প্রদায়ের জনক গুরু নানক দেবের সমাধি। এখানেই কর্তারপুর সাহিবে জীবনের শেষ ১৮টি বছর কাটিয়েছেন গুরু নানক দেব। বর্তমানে তার সমাধি শিখদের সবচেয়ে বড় গুরুদ্বার হয়ে উঠেছে বিশ্বে। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। এতে আরো বলা হয়েছে, পাকিস্তানে আফগানিস্তানের শরণার্থীদের আশ্রয় দেয়ার ৪০ বছর বিষয়ক একটি আন্তর্জাতিক কনফারেন্সে ১৭ই ফেব্রুয়ারি বক্তব্য রাখবেন গুতেরাঁ। এই কনফারেন্স আয়োজন করছে পাকিস্তান সরকার ও শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা। এর সঙ্গে রয়েছেন শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এই কনফারেন্সে এবং অন্যান্য ইভেন্টে উচ্চ পর্যায়ের প্রতিনিধি প্যানেলের সঙ্গে আলোচনায় অংশ নেবেন গুতেরাঁ। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গেও তার সাক্ষাত হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ মহাসচিব ১৮ই ফেব্রুয়ারি থাকবেন লাহোরে। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাত করবেন এবং পাকিস্তানে পোলিও টিকার প্রচারণা বিষয়ক একটি ইভেন্টে যোগ দেবেন। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ