Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবি সীমান্তে বিজিবি সদস্য আহত

জয়পুরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পাঁচবিবির আটাপাড়া ২০ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত ফাঁড়ির অদূরে ভিমপুর এলাকায় চোরাকারবারিদের ছুরিকাঘাতে বরুন কুমার নামের ১ বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছে। গতকাল ভোরে ভিমপুর গ্রামের এমদাদুল মন্ডলের বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে।
এ সময় ১ রাউন্ড গুলি ছুড়লে চোরাকারবারিরা পালিয়ে গেলেও এনামুল (৩২) নামের ১ চোরাকারবারিকে বিজিবি আটক করেছে। আটক এনামুল পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। বিজিবির আটাপাড়া সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু সাঈদ জানান, গতকাল ভোরে চোরাকারবারিদের অগ্রবর্তী দলের ২ সদস্যকে বিজিবি সদস্যরা আটক করে। পরে চোরাকারবারিদের মূল হোতাদের ধরার জন্য বিজিবি সদস্য বরুণ কুমার তাদের নিয়ে ভিমপুর গ্রামের এমদাদুল মন্ডলের বাড়ির পাশের বাঁশ ঝাড়ে ওৎ পেতে থাকে। এ সময় আটককৃতরা ল্যান্সনায়ক বরুণ কুমারের বাম হাতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করলে অন্য বিজিবি সদস্য ১ রাউন্ড গুলি ছোড়ে। পরে বিজিবি সদস্যরা চোরাকারাবারি এনামুলকে আটক করলেও অন্যজন পালিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজিবি

১৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ