Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চলচ্চিত্র অভিনয়ে বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

বিশিষ্ট সাংবাদিক শাবান মাহমুদ চলচ্চিত্রে অভিনয় করেছেন। কাজী হায়াত পরিচালিত বীর সিনেমায় তিনি একজন নীতি ও আদর্শবান সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। শাবান মাহমুদ একজন পেশাদার সাংবাদিক হলেও সংস্কৃতি অঙ্গণের সাথে বহুদিন ধরেই ওতোপ্রোতভাবে জড়িয়ে আছেন। সংস্কৃতি অঙ্গণ এবং এর বাসিন্দাদের সাথে তাঁর রয়েছে নিবিঢ় সম্পর্ক। এই সম্পর্কের সূত্র ধরেই তাঁকে চলচ্চিত্রে অভিনয় করতে হয়েছে। চলচ্চিত্রটির সহ-প্রযোজক মো. ইকবাল তার ঘনিষ্ট। তাঁর বিশেষ অনুরোধেই তাকে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। শাবান মাহমুদ বলেন, সাংবাদিকতা আমার পেশা হলেও সংস্কৃতি অঙ্গণ এর লোকজনের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের। তবে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, তা ভাবিনি। আমার ছোট ভাই মো. ইকবাল সিনেমাটির প্রযোজনার সাথে যুক্ত। সিনেমাটি নির্মাণের আগেই এ নিয়ে তার সাথে আলাপ-আলোচনা হতো। এই আলাপ-আলোচনার মাঝেই ও প্রস্তাব দিয়ে বসে, আমাকে অভিনয় করতে হবে। তার প্রস্তাবে বিস্মিত হই। বললাম, এটা কী করে হয়! আমি তো অভিনেতা নই, অভিনয় জানি না। আমার পক্ষে অভিনয় করা সম্ভব নয়। তুমি বরং একজন ভাল অভিনেতা কাস্ট করো। ইকবাল নাছোড়বান্দার মতো বলল, আপনাকে অভিনয় করতেই হবে। আপনি সাংবাদিক, আপনাকে ভেবেই এই চরিত্র সৃষ্টি করা হয়েছে। আপনি পরবেন। একজন সাংবাদিকের যে কাজ সেভাবেই আপনাকে উপস্থাপন করা হবে। আপনি শুধু সাংবাদিকতার স্বাভাবিক চরিত্রটি ধরে রাখবেন। এতে অভিনয় করার দরকার নেই। আমি যতই না বলি, ইকবাল ততোই চেপে ধরে। শেষ পর্যন্ত হার মানতে হয়েছে। ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। জানি না কেমন করেছি। তবে ইউনিটের সবাই প্রশংসা করেছে। বাকিটা দর্শকের সন্তুষ্টির ওপর নির্ভর করছে। শাবান মাহমুদ বলেন, বীর সিনেমাটি একটি ভাল গল্পের চলচ্চিত্র। পুরো চলচ্চিত্রে একটি ম্যাসেজ আছে। তাছাড়া কাজী হায়াতের সিনেমা মানেই ভিন্ন কিছু। এ সিনেমাটিও ভিন্ন কিছু হয়েছে। চলচ্চিত্রের দুর্দিনে সিনেমাটি কিছুটা হলেও আশার সঞ্চার করবে। আমি দর্শকদের অনুরোধ করব, সিনেমাটি যাতে তারা হলে গিয়ে দেখেন। তারা বঞ্চিত হবেন না। উল্লেখ্য, বীর সিনেমাটি ১৪ ফেব্রæয়ারি ভালবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলি। এদিকে এবারের বই মেলায় শাবান মাহমুদের লেখা জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ‘বঙ্গবন্ধুর সারাজীবন’ গ্রন্থটি প্রকাশিত হয়েছে। গ্রন্থটি ইতোমধ্যে পাঠকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে। বোদ্ধামহলে আলোচি হচ্ছে।

 



 

Show all comments
  • মোহাম্মদ জাকির হোসেন স্বপন ১৭ নভেম্বর, ২০২০, ১:৩১ এএম says : 0
    কিছু পেতে হলে, দিতেও হয় কিছু। এখনকার জমানায় নিরপেক্ষ সাংবাদিক পাওয়া খুবই কঠিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ