প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সিরিজ হিসেবে পলাশ মাহবুবের ‘লজিক লাবু’ ইতমধ্যেই শিশু-কিশোর পাঠকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ‘লজিক লাবু’ সিরিজের চার নম্বর উপন্যাস ‘গুপ্তবাবুর গুপ্তধন’। সিরিজের অন্য বইগুলোর মতো ‘গুপ্তবাবুর গুপ্তধন’ও টানটান হাস্যরস আর মজাদার ঘটনার মিশেলে ভরপুর। ‘লজিক লাবু’ সিরিজের অন্য বইগুলো হচ্ছে- বাবুদের বাজিমাত, সিন্দুকের সন্ধানে ও লজিক লাবু। ‘লজিক লাবু’ সিরিজ প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। পলাশ মাহবুবের আরেকটি সিরিজ ‘ইচ্ছেবুড়ি’ সিরিজ। এবারের মেলায় প্রকাশিত হয়েছে ইচ্ছেবুড়ি সিরিজের ২য় বই ‘ইচ্ছেবুড়ির উপস্থিত বুদ্ধি’। এই সিরিজের প্রধান চরিত্র ‘ইচ্ছে’ নামের এক ছোট্ট মেয়ে। পাকা পাকা কথা আর দারুণ দারুণ সব বুদ্ধিমত্তার কারণে সবাই তাকে ‘ইচ্ছেবুড়ি’ নামে ডাকে। ইচ্ছেবুড়ি সিরিজের প্রকাশকও পাঞ্জেরী পাবলিকেশন্স। এছাড়া কিশোরদের জন্য প্রকাশিত হয়েছে পলাশ মাহবুবের ‘চলতি পথে অ্যাডভেঞ্চার’ নামে একটি মজার গল্পের বই। আর দুর্দান্ত প্রচ্ছদ এবং ইলাস্ট্রেশনে ভরা ছড়ার বই ‘কুক্কুরু কু’। বই দুটি পাওয়া যাবে বইমেলায় পাঞ্জেরীর ১৯ নম্বর প্যাভিলিয়নে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।