Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২০ রিইউনিয়ন ট্যুর ঘোষণা করল রেইজ এগেইনস্ট দ্য মেশিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মার্কিন অল্টারনেটিভ মেটাল ব্যান্ড রেইজ এগেইনস্ট দ্য মেশিন ২০২০ সালের জন্য বিশ্ব সফরের তারিখ ঘোষণা করেছে। তাদের এই ট্যুরে সঙ্গে থাকবে হিপহপ ব্যান্ড রান দ্য জুয়েলস। প্রায় নয় বছর এই মার্কিন নীতির সমালোচক এই ব্যান্ডটি এক হয়ে এই বছর লাইভ পারফর্ম করবে। ২৬ মার্চ থেকে তারা টেক্সাসের এল পাসোতে অবস্থিত ডন হ্যাসকিন্স সেন্টারে প্রথম শো করবে। তার পরের পারফরমেন্সগুলো হবে-কোচেলা, বস্টন কলিং এবং ফায়ারফ্লাইতে। যুক্তরাষ্ট্রের প্রধান মহানগরগুলোতে সামনের বসন্ত ও গ্রীষ্মে তারা সাতমাস সফরে ব্যস্ত থাকবে। শিকাগোর ইউনাইটেড সেন্টারে শো হবে ১৯ মেতে। তাপর নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে ১০ ও ১১ আগস্ট পরপর দুদিন কনসার্টে অংশ নেবে রেইজ। ১০ সেপ্টেম্বর পর্যন্ত তারা একে একে ইংল্যান্ডের লিডস আর রেডিংয়ে এবং শেষে পোল্যান্ডে শো করবে। প্রথম তিনটি শো হবে এল পাসো (টেক্সাস), নিউ মেক্সিকো এবং গেøন্ডেলে (অ্যারিজোনা)। তাদের অনুষ্ঠান থেকে অর্জিত অর্থের বড় অংশ দাতব্য কার্যক্রমে ব্যয় হবে। রেইজের বর্তমান লাইনআপ- য্যাক ডে লা রোচা (ভোকাল), টম মোরেলো (লিড গিটার), টিম কমারফোর্ড (বেস গিটার), ব্র্যাড উইল্ক (ড্রামস)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ