গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বঙ্গবন্ধুর সোনার বাংলায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই জানিয়ে র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, পোকামাকড়ের মত তাদেরকে খুঁজে বের করে দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে। এজন্য আগামীর বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বগুড়ায় র্যাব-১২ আয়োজিত মাদকবিরোধী সাইকেল র্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দেশের ৮০ লাখ মানুষ মাদকসেবী এমন তথ্য দিয়েছেন বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। অথচ দেশে প্রতিদিন মাদকসেবনে আড়াইশ কোটি টাকা খরচ হয়।
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ (পুরাতন ভবন) আয়োজিত মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ শাজাহান আলী, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার, পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আকতার, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহামেদ, বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে.কর্নেল খায়রুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।