বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বঙ্গোপসাগরে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি রোহিঙ্গাদের বহনকারী ট্রলার ডুবির ঘটনায় উদ্ধার অভিযানে নেমেছে দু’টি হেলিকপ্টার। নৌবাহিনীর ডুবুরী দল, কোস্ট গার্ডে উদ্ধারকারী টিম, বিজিবি, পুলিশসহ উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬৫ জনকে। এখনো অর্ধশতাধিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন উদ্ধার তৎপরতায় থাকা নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। এছাড়া উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে স্থানীয়রা। কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন আজ দুপুর ১২টায় সাংবাদিকদের এ তথ্য নিশিশ্চত করেছেন।
স্থানীয়রা জানান, আজ ভোররাতে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পথে ডুবে যায়। ডুবে যাওয়ার প্রাক্কালে কয়েকজন সাঁতরিয়ে কুলে আসার পর বিষয়টি জানাজানি যায়। এর পরপর নৌবাহিনী ও কোস্ট গার্ড কর্মীরা উদ্ধার কাজে নেমে পড়ে।
এ পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও অর্ধশতাধিক রোহিঙ্গা এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।