Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারে আবারো মসজিদ পুড়িয়ে দিল বৌদ্ধ সন্ত্রাসীরা

প্রকাশের সময় : ৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৫২ পিএম, ৩ জুলাই, ২০১৬

ইনকিলাব ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলে একদল উগ্রবাদী বৌদ্ধ সন্ত্রাসী আরো একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এর আগেও চরমপন্থী বৌদ্ধ সন্ত্রাসীরা একটি মসজিদ পুড়িয়ে দেয়। এইচপাকান্ত শহরের এসব চরমপন্থী বৌদ্ধরা গত শুক্রবার মসজিদে আগুন দেয়। মসজিদে আগুন দেয়ার সময় তাদের হাতে ওয়েল্ডিং স্টিক, ছুরি এবং অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদপত্র দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ খবর দিয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদ নির্মাণকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। মসজিদে হামলাকারীরা কারো কোনো কথা শুনছিল না এবং পরিস্থিতি তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে ছিল। শেষপর্যন্ত দাঙ্গাকারীদের লাগানো আগুনে মসজিদটি সম্পূর্ণ পুড়ে গেছে। পত্রিকাটি জানিয়েছে, মসজিদ পুড়িয়ে দেয়ার ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি। গত এক সপ্তাহের মধ্যে এ নিয়ে মিয়ানমারে দ্বিতীয় দফা মসজিদে হামলার ঘটনা ঘটল। গত ২৩ জুন মিয়ানমারের বাগো প্রদেশের থুয়ে থা মিন গ্রামে ২শ’ উগ্রবাদী বৌদ্ধ একটি মসজিদে হামলা চালায়। এতে মসজিদের একাংশ ভেঙে যায় এবং স্থানীয় মুসলমানদেরকে একটি থানায় আশ্রয় নিতে বাধ্য করা হয়। ওই এলাকায় একটি মুসলিম স্কুল প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এ হামলা হয়েছিল বলে খবরে বলা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমনেস্টি ইন্টারন্যাশনাল ২৩ জুনের ঘটনাকে ভয়াবহ অপরাধ বলে মন্তব্য করেছে। আল-জাজিরা, এএফপি।



 

Show all comments
  • Touhidul Islam Shawon ৪ জুলাই, ২০১৬, ১২:২২ পিএম says : 0
    মুসলমানরা কিছু করলে কেবল সেটাই চোখে পড়ে আর এইগুলো কেন সবার দৃষ্টি এড়িয়ে যায়?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমারে আবারো মসজিদ পুড়িয়ে দিল বৌদ্ধ সন্ত্রাসীরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ