মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মানবিক সাহায্য নিয়ে বিশাল আকারের একটি জাহাজ অবরুদ্ধ গাজা সিটিতে পাঠিয়েছে তুরস্ক। জাহাজটিতে চাল, গম, শিশুদের খেলনাসহ নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী রয়েছে। ইসরাইলের সাথে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক করার কারণে এ জাহাজ পাঠানো সম্ভব হলো। ইসরাইলে সাথে চুক্তির ফলে তুরস্ক গাজায় বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার স্থাপনা, হাসপাতাল এবং ঘরবাড়ি তৈরি করার সুযোগ পাচ্ছে। ইসরাইলও তুরস্কের ওই উদ্যোগ মেনে নিয়েছে। ইসরাইল মনে করছে, গাজা শাসনকারী ইসলামপন্থী দল হামাসকে উৎখাত করা সম্ভব হবে না, ঠিকও হবে না। হামাস না থাকলে গাজায় ইসলামী সংগঠন নিয়ন্ত্রণ নেবে এবং বিশৃঙ্খলা তৈরি হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান গাজার পরিস্থিতিতে অত্যন্ত স্পর্শকাতর। ২০০৭ সাল থেকে গাজায় অবরোধ চালু রেখেছে ইসরাইল। এতে গাজার অর্থনীতি ভেঙে পড়েছে। বর্তমানে গাজার ৪৩ ভাগ তরুণ বেকার, দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টার বেশি বিদ্যুৎ মেলে না এবং সুপেয় পানির মারাত্মক সংকট দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী নিকোলে মøাদেনভ হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বিপ্লবী পদক্ষেপ নেয়া না হলে গাজায় আবার সহিংসতা অনিবার্য। ভিওএ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।