মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার দামেস্কে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। সিরিয়ার বিমান বাহিনীর এক পাইলটকে শিরñেদের খবরে এ বিমান হামলা চালানো হয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে। সিরিয়ান অবজারভেটরির দাবি, গত শনিবার রাতে সিরিয়ার রাজধানী থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বের জারিয়ুদ এলাকায় মর্টার শেল হামলা চালানো হয়। এলাকার আর্মি পোস্ট থেকেও মর্টার হামলা চালানো হয়। দুই বছরের মধ্যে জারিয়ুদে এটি প্রথম বোমা হামলা বলে উল্লেখ করেছে সিরিয়ান অবজারভেটরি। সংস্থার প্রধান রামি আবদেল রহমান জানান, দুই বছর ধরে জারিয়ুদে সরকারি বাহিনীর সঙ্গে স্থানীয়ভাবে অস্ত্রবিরতি চলছিল। বিদ্রোহী গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির মুখপাত্র সাইফ আল কালামনি বলেন, নুসরা ফ্রন্ট এক পাইলটকে শিরñেদ করায় ওই ঘটনার প্রতিশোধ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে সরকারবিরোধী সংগঠন আহরার আল-শাম অনলাইনে দেওয়া এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে, জারিয়ুদে বিমান হামলার জবাবে তারা পার্শ্ববর্তী সরকারি অবস্থানে হামলা শুরু করেছে। উল্লেখ্য, সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি যুদ্ধবিমান বিধস্ত হয়। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।