Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বই বিক্রি না করলে খাব কি’

মো. মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী) থেকে | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

যে বয়সে বই হাতে স্কুলে যাওয়ার কথা। সমবয়সীদের সাথে খেলায় মুগ্ধ থাকার কথা। পড়া-লেখার জন্য বাবা-মায়ের বকুনী খাওয়ার কথা। সেই বয়সে বই হাতে নিয়ে বিক্রি করছে বশির (১২) ও রিপন (৯)। কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে বই বিক্রি করতে এসেছে ওরা। সারাদিন বই বিক্রি করে সংসারে ভাই-বোনের মুখে খাবার তুলে দেয়াই ওদের লক্ষ্য। শিশু বয়সে পরিবারে অভিকাবকের দায়িত্ব পালন করতে হচ্ছে দারিদ্রতার কারণে।
সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকায় বই বিক্রি করে তারা। যেমন লঞ্চ, ফেরি, বাস ও কখনও ট্রেনে গিয়ে বই বিক্রি করে। কোথায় থেকে ওঠে আর কোথায় গিয়ে নামে এর নিদিষ্ট কোন স্থান নেই। উদ্দ্যেশ বই বিক্রি। বই বিক্রি করতে গিয়ে জেলার পাংশা, কালুখালী, সদর ও গোয়ালন্দ উপজেলায় ঘুরে বেড়ান সকাল থেকে রাত পর্যন্ত। বই বিক্রি করতে গিয়ে কখনও জেলার বাইরে পাটুরিয়া, মাঝপাড়া, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায়। যত রাত হোক মহাজনের কাছে গিয়ে হিসেব দিয়ে বাজার করে ঘরে ফেরা। আবার সকালে বই বিক্রির উদ্দ্যেশে বের হওয়া। চাওয়া-পাওয়ার সব কিছু বিসর্জন দিয়ে এমনিভাবে দিন কাঁটে, সপ্তাহ কাঁটে, মাস ও বছরও কাঁটে ওদের।
কারো প্রতি কোন অভিযোগ নেই। বই বিক্রি করে টাকা উপার্জন হলে ভাই বোনের মুখে হাসি ফুটবে এই ভাবনায় দিন কাটে। যেন পরিবারের সকলের মুখে হাসি ফোটানোর জন্যই জন্ম হয়েছে ওদের।
গতকাল দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিতে কথা হয় বশির (১২) ও রিপন (৯)-এর সাথে। বশির রাজবাড়ী জেলা দৌলতদিয়া শাহাৎ মেম্বার পাড়ার মোতালেব মোল্লার ছেলে। রিপন একই এলাকার সামসুল শেখের ছেলে। বশির সংসারে অভাবের কারণে গত ৩ বছর ধরে লঞ্চ, ফেরি ও ট্রেনে গিয়ে বই বিক্রি করে। রিপনও সংসারে অভাবের কারণে গত দেড় বছর ধরে বই বিক্রি করে।
বশির জানায়, ক্লাস তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়েছি। কিন্ত না খেয়ে আর কতদিন স্কুলে যাবো। তাই বই বিক্রি করি। এখন আর না খেয়ে থাকতে হয় না। কষ্ট হলেও এখন আমার কাছে টাকা থাকে। তবে আমার বয়সের যারা স্কুলে যায় দেখলে মন খারাপ লাগে। ইচ্ছা হয় স্কুলে যাই।
রিপন জানায়, আমার বই বিক্রি করতে ভালো লাগে না। আমি কখনও স্কুলে যায়নি। স্কুলে যেতে মন চায়। আমার বয়সের সবাই স্কুলে যায়। সংসারে অভাব, বাবা কোন ভারী কাজ করতে পারে না। তাই এই বয়সে সংসার চালাতে বই বিক্রি করতে হচ্ছে। বই বিক্রি না করলে খাবো কি? তাই আমি বই বিক্রি করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বই

৭ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩
৩ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ