রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফেনীতে সরিষা আবাদে ঝুঁকছেন কৃষকেরা। গত কয়েক বছরের তুলনায় এবার সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়ার সম্ভাবনা বেশি। জেলায় চলতি মৌসুমে ফসলি জমিতে সরিষা আবাদ হয়েছে ২ হাজার ১শ’ ৫ হেক্টর। আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৬শ’ ৮০ হেক্টর। বিগত বছরে সরিষা ফলন ভালো হওয়ায় আবাদ বেড়েছে। গত বছরে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমিতে। এ বছর আবাদ বেড়েছে ৭শ’ হেক্টর জমিতে। চলতি বছর ২ হাজার ৭শ’ ৩৭ মেট্রিকটন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলায় সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে ৯শ’ হেক্টর নির্ধারণের মধ্যে আবাদ হয়েছে ১ হাজার ২শ’ ৫০ হেক্টর জমিতে। গত বছর ৮শ’ ৯০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়। ছাগলনাইয়া উপজেলায় লক্ষ্যমাত্রা ১শ’ ১০ হেক্টর, সরিষা আবাদ হয়েছে ১শ’ ৩০ হেক্টর জমিতে। গত বছর আবাদ হয় ৯০ হেক্টর জমিতে। ফুলগাজী উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ১শ’ ২০ হেক্টর, আবাদ হয়েছে ১শ’ ৫০ হেক্টর। গত বছর আবাদ হয়েছিল ৬২ হেক্টর জমিতে। পরশুরাম উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ১শ’ ২০ হেক্টর, আবাদ হয়েছে ১শ’ ৭৫ হেক্টর। গত বছর আবাদ হয় ৭৫ হেক্টর। দাগনভূঞা উপজেলায় লক্ষ্যমাত্রা ৭৫ হেক্টর হলেও আবাদ হয় ৫০ হেক্টর জমিতে। গত বছর আবাদ হয় ২০ হেক্টর। সোনাগাজীতে লক্ষ্যমাত্রা ৩শ’ ৫৫ হেক্টর নির্ধারণ করা হলেও আবাদ হয় ৩শ’ ৫০ হেক্টর। গত বছর ২শ’ ৮০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়। জেলার মোট ১শ’ ৮০টি জমিতে প্রণোদনার জন্য প্রদর্শণী দেয়া হয়। ৬ উপজেলায় ১ হাজার ৬শ’ ৮০ জন কৃষককে ইউরিয়া সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
পাঁচগাছিয়া বাকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রণব চন্দ্র মজুমদার জানান, সদর উপজেলার মধ্যে পাঁচগাছিয়া ইউনিয়নে তিনটি মৌবক্স স্থাপন করা হয়েছে। এতে কৃষকরা সষিরা চাষে আরো উৎসাহিত ও আর্থিকভাবে লাভবান হবে।
ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমানুল ইসলাম জানান, পতিত জমিগুলোতে সরিষা চাষ করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. মোশারফ হোসেন খান জানান, আমন ও বোরো ধানের মাঝামাঝি দু’মাস সময়ে কৃষকরা সরিষা চাষ করে আর্থিকভাবে সাবলম্বী হতে পারে ও ভোজ্য তেলের চাহিদা পূরণ হবে। সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে সরকার বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।