গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, ‘আমাদের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। তাদের কাছে আমার অনুরোধ থাকবে তারা যেন আমার রেখে যাওয়া কাজগুলো চালিয়ে যায়। আমরা যতটুকু করে গেলাম সেখান থেকে তারা যেন শুরু করে।’
সোমবার (১০ ফেব্রুয়ারি) নগরীর জোড়পুকুর খেলার মাঠ উদ্বোধন এবং মেয়র সাঈদ খোকন একাদশ ও সাবের হোসেন চৌধুরী একাদশের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুলবল ম্যাচ এর উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তাদের প্রতি আমার অনুরোধ রইলো তারা যেন এই সুন্দর কাজগুলো শেষ করে এবং আরো সুন্দর সুন্দর কাজ করে।’
মেয়র আরো বলেন, আমাদের ১২টি খেলার মাঠ ও ১৯টি পার্ককে আধুনিক করার জন্য কাজ শুরু করি। এই কাজগুলো করতে অনেক চ্যালেঞ্জ ছিলো। সবাই যদি সহযোগিতা না করতো তাহলে এগুলো করা সম্ভব হতো না।
সাঈদ খোকন বলেন, জলসবুজে ঢাকা প্রকল্পের আওতায় বেশ কিছু খেলার মাঠ ও পার্ক উদ্বোধন করে জনগণের জন্য খুলে দিয়েছি। যখন আমরা দায়িত্বভার গ্রহণ করেছিলাম তখন আমাদের এই শহরের অনেক পার্ক ও খেলার মাঠ বেদখল ছিলো। আমরা এই মাঠ ও পার্কগুলোকে উদ্ধার করে আন্তর্জাতিক মানের করার সিদ্ধান্ত নিই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।