প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
৯২ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে দ. কোরিয়ার চলচ্চিত্র ‘প্যারাসাইট’-এর সাফল্য যে ভূমিধস জয় তা বললে অত্যুক্তি হবে না। সেরা পরিচালনা এবং চলচ্চিত্র বিভাগসহ চারটি গুরুত্বপূর্ণ বিভাগে অস্কার পেয়েছে ফিল্মটি। এক দরিদ্র পরিবার ফন্দি এঁটে কিভাবে এক ধনবান পরিবারে স্থান করে নেয় তারও এক শ্বাসরুদ্ধকর কাহিনী ‘প্যারাসাইট’। ২০১৯ পুরোটাই ফিল্মটি আলোচনায় ছিল। ছয়টি অস্কার মনোনয়ন পেয়েছিল ‘প্যারাসাইট’। অন্যদিকে মার্টিন স্করসেসির ‘দি আইরিশম্যান’ ১০টি মনোনয়ন পেয়ে একটিও অস্কার জয় করতে পারেনি।
ডিসি কমিক্সের ভিলেন চরিত্র জোকার ওরফে আর্থার ফ্লেকের ভূমিকায় অভিনয় করে অভিনেতা বিভাগে য়োয়াকিন ফিনিক্স অস্কার পেয়েছেন। এর আগে একই চরিত্রের জন্য তিনি গোল্ডেন গ্লোব জয় করেছেন। জোকার ১১টি মনোনয়ন পেয়ে দুটি অস্কার পেয়েছে।
‘জুডি’তে গায়িকা-অভিনেত্রী জুডি গারল্যন্ডের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার স্বীকৃতি পেয়েছেন রেনি জেলওয়েগার। এটি তার দ্বিতীয় অস্কার। তিনি চারবার গোল্ডেন গ্লোব সম্মাননা পেয়েছেন।
কুয়েন্টিন ট্যারান্টিনোর কমেডি-ড্রামা ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’-এ হলিউডের স্টান্টম্যান ক্লিফ বুথের ভূমিকায় অভিনয় করে তিনি প্রথমবারের মত অস্কার জয় করলেন পার্শ্ব অভিনেতা বিভাগে। একই চরিত্রের জন্য তিনি এর আগে গোল্ডেন গ্লোব জয় করেছেন।
‘ম্যারেজ স্টোরি’তে বিবাহবিচ্ছেদ প্রত্যাশী এক নারীর আইনজীবীর ভূমিকায় অভিনয় করে লরা ডার্ন পার্শ্ব অভিনেত্রীর অস্কার পেয়েছেন।
১৩ জানুয়ারি বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অস্কার মনোনয়ন ঘোষণা করা হয়। হলিউডের সুপরিসর ডলবি থিয়েটারে আজ (সোমবার) বাংলাদেশ সময় সকাল ৭টা (যুক্তরাষ্ট্রে রবিবার প্যাসিফিক মান সময় বিকাল ৫টা, ২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয় অস্কার নামে সমধিক পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ১৯৮৯ এবং ২০১৯ সালের পর আরেকবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান হল কোনও প্রধান উপস্থাপক ছাড়া। গত বছর কেভিন হার্টের উপস্থাপনা করার কথা ছিল কিন্তু সমকামিতা বিদ্বেষী মন্তব্যের কারণে সমালোচিত হবার পর তিনি দায়িত্ব ছেড়ে দেন।
এবিসি নেটওয়ার্ক ৯২ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে। উপমহাদেশের দর্শকদের জন্য স্টার মুভিজ অনুষ্ঠানটির সরাসরি দেখিয়েছে।
যারা বা যে চলচ্চিত্র অস্কার পেয়েছে
সেরা চলচ্চিত্র : ‘প্যারাসাইট’
শ্রেষ্ঠ পরিচালক : বং জুন-হো (‘প্যারাসাইট’)।
শ্রেষ্ঠ অভিনেতা : য়োয়াকিন ফিনিক্স (‘জোকার’)।
শ্রেষ্ঠ অভিনেত্রী : রেনি জেলওয়েগার (‘জুডি’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা : ব্র্যাড পিট (‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা : ব্র্যাড পিট (‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী : লরা ডার্ন (‘ম্যারেজ স্টোরি’)।
চিত্রনাট্য (সংগৃহীত) : ‘জোজো র্যাবিট’ (টাইকা ওয়াইটিটি, ক্রিস্টিন লরেন্সের ‘কেইজিং স্কাইজ’ উপন্যাস অবলম্বনে)।
চিত্রনাট্য (মৌলিক) : ‘প্যারাসাইট’ (বং জুন-হো এবং হান জিন-ওন)।
সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘টয় স্টোরি ফোর’।
সিনেমাটোগ্রাফি : ‘নাইন্টিন সেভেন্টিন’ (রজার ডিকিন্স)।
কস্টিউম ডিজাইন : জ্যাকুলিন ডারান (‘লিটল উইমেন’)।
পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘অ্যামেরিকান ফ্যাক্টরি’ (স্টিভেন বগনার, জুলিয়া রাইকার্ট এবং জেফ রাইকার্ট)।
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘লার্নিং টু স্কেটবোর্ড ইন এ ওয়ারজোন (ইফ ইউআর এ গার্ল)’ (ক্যারল ডিসিঙ্গার এবং এলেনা আন্দ্রেইচেভা)।
চলচ্চিত্র সম্পাদনা : ‘ফোর্ড ভার্সেস ফেরারি’ (অ্যান্ডরু বাকল্যান্ড এবং মাইকেল ম্যাকাস্কার)।
সেরা চলচ্চিত্র (বিদেশী ভাষা) : ‘প্যারাসাইট’ (কোরিয়ান, দ. কোরিয়া, পরিচালক-বং জুন-হো)।
মেকআপ ও হেয়ারস্টাইলিং : কাজু হিরো, অ্যান মরগ্যান এবং ভিভিয়ান বেকার (‘বমশেল’)।
সেরা মৌলিক যন্ত্রসঙ্গীত : ‘জোকার’ (হিল্দুর গুয়োনাদত্তির)।
সেরা মৌলিক কণ্ঠসঙ্গীত : ‘(আই’ম গনা) লাভ মি এগেইন’ (চলচ্চিত্র- ‘রকেটম্যান’; সুর ও কণ্ঠ- এল্টন জন; কথা- বার্নি টপিন)
শিল্প নির্দেশনা : ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ (বারবারা লিং এবং ন্যান্সি হাই)।
স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘হেয়ার লাভ’।
স্বল্পদৈর্ঘ্য লাইভ অ্যাকশন চলচ্চিত্র : ‘নেইবার্স উইন্ডো’ (মারশাল কারি)।
সাউন্ড সম্পাদনা : ডনাল্ড সিলভেস্টার (‘ফোর্ড ভার্সেস ফেরারি’)।
সাউন্ড মিক্সিং : মার্ক টেইলর এবং স্টুয়ার্ট উইলসন (‘নাইন্টিন সেভেন্টিন’)।
ভিজুয়াল ইফেক্ট্স : ‘নাইন্টিন সেভেন্টিন’ (জিওম রশারন, গ্রেগ বাটলার এবং ডমিনিক টুহি)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।