Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কক্সবাজারে করোনাভাইরাস নিয়ে কোনো আতঙ্ক নেই’

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

করোনা ভাইরাসের ব্যপারে কক্সবাজারে কোন ধরণের আতঙ্ক নেই বরং সর্বোচ্চ সর্তকতা এবং প্রস্তুতি রয়েছে। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান দৈনিক ইনকিলাবকে একথা বলেন। তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দর ও টেকনাফ স্থল বন্দরে দু’টি মেডিকেলটিম সার্বক্ষনিক সতর্কাবস্থায় রয়েছে। এ ছাড়াও আইইডিসিআর এবং স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। কক্সবাজারে বাইরের নতুন কেউ আসলে তাদের প্রতি নজর রাখা হচ্ছে। সিভিল সার্জন ডা. মাহবুব আরো জানান, সতর্কতাস্বরূপ কক্সবাজার সদর হাসপাতালে বেড এবং কেবিন প্রস্তুত রাখা হয়েছে। কক্সবাজারে কোন চীনা নাগরকি নেই বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ