Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিয়ায় এসএসসিতে প্রক্সি দিতে গিয়ে কারাদন্ড

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৩৬ পিএম

হাতিয়ায় উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে জিহাদ উদ্দিন (২০) নামের এক যুবককে আটক করেছে দায়িত্বরত শিক্ষকরা। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত তাকে ১৫দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জিহাদ উদ্দিন উপজেলার সোনাদিয়া এলাকার বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রোববার কে এস এস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল জিহাদ হোসেন। এসময় তাকে দেখে দায়িত্বরত শিক্ষকদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। এসময় বুঁড়িরচর উচ্চ বিদ্যালয়ের ছাত্র আব্দুল মাহমুুদের পরিবর্তে সে প্রক্সি পরীক্ষা দিচ্ছে বলে স্বীকার করলে তাকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেলে আটককৃত জিহাদ উদ্দিনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১৫দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে আলম কারাদ-ের বিষয়টি নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাদণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ