মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিস্তিন ও ইসরাইলে শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা ‘শতাব্দীর সেরা সমঝোতা’ বা ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের শতাধিক ডেমোক্রেট কংগ্রেস সদস্য। শুক্রবার লেখা এক চিঠিতে আইনপ্রণেতারা এ শান্তি পরিকল্পনার সঙ্গে জড়িত টিমের কড়া সমালোচনা করেছেন।
চিঠিতে আইনপ্রণেতারা বলেন, এটি তৈরি করার আগে ফিলিস্তিনি কোনো পক্ষের সঙ্গে আলোচনা করা হয়নি। ফিলিস্তিনি এবং ইসরায়েলিরা সমানভাবে এ পরিকল্পনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে এবং তাদেরকে আরও সংঘাতের দিকে ঠেলে দেবে।
এছাড়াও ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার একমাস আগে ডিল অব দ্যা সেঞ্চুরি প্রকাশ করায় আইনপ্রণেতারা এর কড়া সমালোচনা করেছেন। তারা বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পুনর্র্নিবাচনে সহায়তা করতেই তড়িঘড়ি করে এ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।
ডেমোক্রেট দলের ইহুদি হিসেবে পরিচিত এ্যান্ডি লেভিন এবং এলান লোয়েন্থালের মাধ্যমে পেশ করা চিঠিতে আরও বলা হয়েছে যে ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরির প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের কোনো সমর্থন নেই। ইসরায়েল যদি পশ্চিম তীরের পুরো অংশ বা কিছু অংশ দখলে নেয়ার জন্য এ পরিকল্পনাকে লাইসেন্স হিসেবে ব্যবহার করতে চায় তাহলে এটি হবে আন্তর্জাতিক লঙ্ঘন।
এদিকে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা’ নামে যে রূপরেখা প্রকাশ করেন তা প্রত্যাখ্যান করেছে মুসলিম দেশগুলোর বৈশ্বিক জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। ‘শতাব্দির সেরা চুক্তি’ নামে পরিচিত ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাকে ‘নতুন বেলফোর ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনিরা।
গত ২৮ জানুয়ারি হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে বহুল আলোচিত এই শান্তি পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।