Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেটেল অ্যান্ড হ্যানসেল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

১ ব্যাড বয়েজ ফর লাইফ
২ নাইন্টিন সেভেন্টিন
৩ দ্য জেন্টলমেন
৪ গ্রেটেল অ্যান্ড হ্যানসেল
৫ ডুলিটল


ব্রাদার্স গ্রিমের জার্মান উপকথা ভিত্তিক অসগুড/অজ পার্কিন্স পরিচালিত হরর ফিল্ম ‘গ্রেটেল অ্যান্ড হ্যানসেল’। ‘ব্ল্যাককোটস ডটার’ (২০১৫), ‘আই অ্যাম দ্য প্রিটি থিং দ্যাট লিভস ইন দ্য হাউস’ (২০১৬) পার্কিন্স পরিচালিত চলচ্চিত্র। দুই ভাই বোন গ্রেটেল আর ছোটভাই হ্যানসেল (সোফিয়া লিলিস, স্যামি লিকি) ঘর থেকে পালিয়ে নিষিদ্ধ ডার্ক ফরেস্টে ঢুকে পড়ে। ঘুরতে ঘুরতে তারা একসময় ক্ষুধার্ত হয়ে পড়ে। কেকের ঘ্রাণ পেয়ে তারা একটি কুটিরে ঢোকে। সেটি আসলে এক ডাইনির (অ্যালিস ক্রিগা) বাসা। ডাইনি হোল্ডা তাদের আপ্যায়ন করে। দুই ভাইবোনের কাছে তাকে ভালমানুষ বলে মনে হয়। কিন্তু কিছুটা সময় কাটাবার পর তার অস্বাভাবিক আচরণ তাদের কাছে স্পষ্ট হতে শুরু করে। কিন্তু ততক্ষণে তার ডাইনির ফাঁদে আটকে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ