বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জোরপূর্বক ভাবে এক স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে থানায় মামলা হয়েছে । এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর অনন্তপুর ফেলানীর মোড় এলাকা।
জানা গেছে ওই গ্রামের খবিজল ইসলামের ছেলে মো. নাজমুল হোসেন (২৫) একই গ্রামের দুলু মিয়ার মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে টেলিভিশন দেখার ফাঁকে জোরপূর্বক ভাবে ধর্ষণ চালায় । এ সময় চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে ওই ছাত্রী । পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গত শুক্রবার রাতে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করায় ।ওই ছাত্রী পশ্চিম রামখানা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সপ্তম শ্রেণীতে অধ্যায়নরত রয়েছেন ।এ নিয়ে নাজমুল হোসেনের পরিবারের কাছে বিচার চাওয়া হলে তা সারা দেয়নি তার অভিভাবক। ফলে গতকাল শনিবার ধর্ষণের অভিযোগে নাজমুল হোসেনসহ দুই জনের বিরুদ্ধে মেয়ের খালা রেজিয়া বেগম বাদী হয়ে ফুলবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ফুলবাড়ী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহেব জানান, উন্নত চিকিৎসা জন্য গুরুতর আহত ওই ছাত্রীকে কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, দুই জনের নামে মামলা হয়েছে । ভিকটিমকে মেডিকেল রিপোর্ট করার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।