পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাটে একটি ময়ূর ধরা পড়েছে। ময়ূরটিকে ধাওয়ার করছিল কয়েকটি কুকুর। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের হাজী খামিরউদ্দিন প্রধান আলিম মাদরাসা সংলগ্ন এলাকা থেকে স্থানীয়রা ময়ূরটি উদ্ধার করেন।
এটি ভারত থেকে উড়ে এসেছে বলে এলাকাবাসীদের ধারণা। সন্ধ্যায় পঞ্চগড় বন বিভাগের কাছে ময়ূরটি হস্তান্তর করা হয়। গতকাল শুক্রবার পঞ্চগড় বন বিভাগ ময়ূরটিকে সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, কেপি আলিম মাদরাসার পুকুর পাড়ে কয়েকটি কুকুর ময়ূরটিকে ধরার চেষ্টা করছিল। এ সময় বাচ্চু মিয়া, আবদুল মান্নান, কামরুজ্জামান বুলেটসহ স্থানীয়রা কুকুরগুলো কী ধরার চেষ্টা করছে দেখতে গিয়ে ময়ূরটি দেখতে পান।
পরে তারা কুকুরগুলোকে তাড়িয়ে ময়ূরটি উদ্ধার করেন। ধরা পড়া ময়ূরটিকে বাচ্চু মিয়ার বাড়িতে রাখা হয়। ময়ূর ধরা পড়ার বিষয়টি স্থানীয় প্রশাসন ও বন বিভাগকে অবহিত করলে পঞ্চগড় বন বিভাগের সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিনসহ কর্মকর্তারা ময়ূরটিকে স্থানীয়দের কাছ থেকে নিয়ে যান।
রুহুল আমিন জানান, ময়ূরটি ভারতের কোনো বনাঞ্চল থেকে উড়ে আসতে পারে। ময়ূরটি সংরক্ষণের জন্য দিনাজপুর রাম সাগর জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।