Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘আলোকচিত্রাচার্য পদক ২০১৯’ পেলেন সাংবাদিক পরাগ

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

আলোকচিত্র শিল্পে অবদানের জন্য বেগার্ট ইন্সটিটিউট অফ ফটোগ্রাফী দৈনিক ইনকিলাব রাজশাহী ব্যুরো ফটো সাংবাদিক ফরিদ আক্তার পরাগকে ‘আলোকচিত্রাচার্য পদক ২০১৯’ পুরস্কারে ভ‚ষিত করেন।
আলোকচিত্রাচার্য পদক পুরস্কারে ভূষিত হওয়ায় পরাগকে রাজশাহী ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরাগকে ফুলের শুভেচ্ছাও জানানো হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খাঁন, কোষাধ্যক্ষ মিলন শেখ, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম তোতা, উপদেষ্টা জাবিদ অপু, সদস্য কবির তুহিন, গুলবার আলী জুয়েল, মো. শামিম, আজম খান, শাহীন খান, তুহিন, মুকুল, কাবিল হোসেন প্রমূখ।
ফরিদ আক্তার পরাগ প্রখ্যাত আলোকচিত্র শিল্পী এবং একজন দক্ষ সংগঠক। বৃহত্তর রাজশাহী বিভাগে আলোকচিত্র শিক্ষার চর্চা ও প্রসারে তিনি মুখ্য ভ‚মিকা পালন করছেন। তিনি রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি। পেশাগত জীবনে তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার তোলা ছবি দেশ-বিদেশের বহু প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। পাশাপাশি আলোকচিত্রের ওপর বহু লেখাও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।
বর্তমানে এএনএম ফরিদ আক্তার পরাগ দৈনিক ইনকিলাব পত্রিকার রাজশাহী ব্যুরো অফিসের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি রাজশাহী ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়ীত্ব পালন করে যাচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ