Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দায়িত্বজ্ঞানহীন বক্তব্য মোদির : বাজওয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভারতের শীর্ষ নেতৃত্ব থেকে সম্প্রতি পাকিস্তানকে পরাজিত করার ব্যাপারে যে বক্তব্য দেয়া হয়েছে তাকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। তিনি বলেছেন, ভারতের যেকোনো রকমের সামরিক আগ্রাসনকে ব্যর্থ করে দিতে পাকিস্তানি সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর কোর কমান্ডারদের সঙ্গে বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির সেনা সদরদপ্তরে এক বৈঠকে এসব কথা বলেন জেনারেল বাজওয়া। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এ খবর দিয়েছে। কোর কমান্ডারদের বৈঠকে সভাপতিত্ব করেন জেনারেল বাজওয়া। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “পাকিস্তান এরইমধ্যে ভারতের কাছে তিনটি যুদ্ধে হেরেছে। আমাদের সামরিক বাহিনী পাকিস্তানকে আবারো পরাজিত করতে সাত থেকে দশ দিনের বেশি সময় নেবে না।” ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের যে সমস্ত মুসলমান এক ধরনের বন্দীদশায় রয়েছেন তাদের জন্য শ্রদ্ধা এবং সমবেদনা জানান পাক সেনাপ্রধান। তিনি তার ভাষায় বলেন, দখলদার সেনারা নিপীড়ন চালিয়ে অধিকৃত কাশ্মিরের জনগণকে তাদের অধিকার থেকে দ‚রে রাখতে পারবে না। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দায়িত্বজ্ঞান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ