Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনি ডেপকে পেটাবার কথা স্বীকার করেছিলেন অ্যাম্বার হার্ড

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

গার্হস্থ্য সহিংসতার কথা উল্লেখ করে অভিনেত্রী অ্যাম্বার হার্ড অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন আর তাতে ২০১৭তে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এখন একটি হলিউড পোর্টালের সংগৃহীত অডিও রেকর্ডিং থেকে প্রমাণ পাওয়া গেছে হার্ড নিজেই ডেপকে শারীরিকভাবে আঘাত করেছিলেন। শুধু তাই নয় তার দিকে ফুলদানি আর গাছের পট ছুড়ে মেরেছিলেন। ডেপ আর হার্ডের দাম্পত্য জীবন ১৮ মাস টিকেছিল। ২০১৫ সালে দুই তারকার উত্তপ্ত এই কথোপকথনের রেকর্ডিং সংগ্রহ করে স¤প্রতি প্রকাশ করেছে পোর্টালটি। এই কথোপকথনে ‘অ্যাকুয়াম্যান’ তারকা হার্ড ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ তারকা ডেপকে বলছিলেন : “আমি দুঃখিত যে আমি সঠিকভাবে তোমার মুখে চড় মারতে পারিনি, তবে আমি তোমাকে আঘাত করেছিলাম, আমি তোমাকে ঘুষি মারিনি। বেইব, তুমি তো ঘুষি খাওনি। আমি জানি না আমার হাত কিভাবে চলেছিল, তবে তুমি তো ভালই আছ। আমি তোমাকে ব্যথা দিইনি। আমি তোমাকে ঘুষি দিইনি। আমি শুধু তোমাকে আঘাত করেছিলাম।” হার্ড সে সময় আরও বলেন : “তুমি একটা শিশু। বড় হও, জনি। তুমি একটি প্রাণীকে গুঁতো দিয়েছ, এটা আদর করে হতে পারে না। এটা ঠিক নয়।” ২০১৮তে একটি সাময়িকীতে লেখা একটি প্রবন্ধে হার্ড গার্হস্থ্য সহিংসতার অভিযোগ করার পর ডেপ তার বিরুদ্ধে ৫০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবী করে মানহানির মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ